ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লেবাননের আকাশপথ ব্যবহৃত হওয়ায় ক্ষুব্ধ বৈরুত

সিরিয়ায় ইসরাইলী হামলা ॥ লেবানন ও রাশিয়ার নিন্দা

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় ইসরাইলী হামলা ॥ লেবানন ও রাশিয়ার নিন্দা

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সিরিয়ায় ইসরাইলী বিমান হামলার নিন্দা করেছে এবং বলেছে, ওই অঞ্চলের স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করায় ইসরাইলকে দোষারোপ করে জাতিসংঘে একটি অভিযোগ দায়ের করেছে। একই দিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে ইসরাইলী বিমান হামলা দুটি যাত্রীবাহী বিমানের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি করেছিল। সিএনএন। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষাগুলো মঙ্গলবার দামেস্কের পশ্চিমের গ্রামাঞ্চলের ওপর বেশ কয়েকটি ইসরাইলী ক্ষেপণাস্ত্র রুখে দেয় ও ভূপাতিত করে। লেবাননের আকাশসীমা ব্যবহার করে এই আগ্রাসন চালানো হয়। বুধবার লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরাইলী বিমান হামলার নিন্দা করা হয় এবং বলা হয়, নিজের ভূমি ও সার্বভৌমত্ব প্রতিরাক্ষার অধিকার সিরিয়ার রয়েছে। লেবাবনন বলেছে, জাতিসংঘে তাদের অভিযোগে বলা হয়েছে ওই এলাকার স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টিতে এই হামলা মারাত্মক ইসরাইলী লঙ্ঘন যেটি বেসামরিক বিমান চলাচলে হুমকি সৃষ্টি করেছে এবং বিশাল বিমান দুর্যোগের সম্ভাবনা তৈরি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরাইলী বিমান হামলা এমন সময় চালানো হয় যখন বৈরুত ও দামেস্কে রাশিয়া ছাড়া অন্যান্য দেশের যাত্রীবাহী বিমান অবতরণ করছিল। এতে আরও বলা হয় দুঃখজনক ঘটনা প্রতিরোধে সিরিয়ার সরকারী বাহিনীগুলো প্রতিরক্ষা ও ইলেকট্রনিক সরঞ্জামাদি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। রাশিয়া বলেছে, দামেস্কের বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লাতকিয়া শহরের খামেমিম বিমানবন্দরের দিকে একটি বেসামরিক বিমান ঘুরিয়ে দিয়েছিল। এ বিমানবন্দরটি রাশিয়া পরিচলনা করে থাকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলী বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। সেপ্টেম্বরে ইসরাইল রুশ সামরিক বিমান ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে উদ্বেগ বাড়তে থাকার প্রেক্ষিতে এটি মস্কোর পক্ষ থেকে শক্তিশালী নিন্দার ঘটনা।
×