ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ায়  দাবানল  নিয়ন্ত্রণে

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ক্যাম্প ফায়ারে প্রাণহানির সংখ্যা ৮৭ তে পৌঁছেছে এবং দাবানল প্রায় পুরো নিয়ন্ত্রণে এসেছে। খবর এএফপির। রাজ্যের অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ‘ক্যাল ফায়ার’ এর সর্বশেষ বুলেটিনে বলেছে, দাবানল ৯৮ ভাগ নিয়ন্ত্রণে এসেছে। দাবানল শুরু হয় ৮ নবেম্বর। বুটে কাউন্টি শেরিফের অফিস জানায়, ২শ’ ৪৯ জন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এর আগে বলা হয়েছিল ৪শ’ ৭৪ জন নিখোঁজ রয়েছে। অফিস জানায়, এদের মধ্যে মাত্র ৫৪ জনকে শনাক্ত করা গেছে। দাবানলে ১ লাখ ৫৩ হাজার একরের বেশি স্থান দগ্ধ হয়েছে। প্রায় ১৪ হাজার ঘরবাড়ি ও কয়েকশ’ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ অগ্নি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক দাবানল। আগে বলা হয়েছিল ৮৪ জনের প্রাণহানি হয়েছে। বুটে কাউন্টির এ এলাকায় কয়েক দিনের বৃষ্টিপাতে দাবানল নিয়ন্ত্রণে আসে। কিন্তু তা হলেও মৃতদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা আরও কঠিন পরিস্থিতিতে পড়েছেন। শেরিফের অফিস থেকে সতর্কতা উচ্চারণ করে বলা হয়, দাবানলের পর এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ধ্বংসাবশেষ ভেসে যেতে থাকায় এবং আকস্মিক বন্যায় এলাকাগুলো ঝুঁকির সম্মুখীন হয়েছে।
×