ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাইম ম্যাগাজিনের মালিকানায় আবারও বদল

প্রকাশিত: ০৫:৫০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

টাইম ম্যাগাজিনের মালিকানায় আবারও বদল

যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি মেরেডিথ কর্পোরেশনের মালিকানায় যাওয়ার আট মাসের মাথায় আবারও হাতবদল হচ্ছে টাইম ম্যাগাজিন। সেলসফোর্সের সহ প্রতিষ্ঠাতা মার্ক বেনিঅফ ও তার স্ত্রী লিন ১৯ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সাপ্তাহিকের নতুন মালিক হচ্ছেন। -খবর বিবিসি মেরেডিথ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, বেনিঅফ ও তার স্ত্রী টাইম ম্যাগাজিনের দৈনন্দিন কর্মকা- বা সাংবাদিকতা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন ভূমিকা রাখবেন না। বেনিঅফ দম্পতি টাইমের মালিকানা কিনছেন ব্যক্তিগতভাবে। এর সঙ্গে সেলসফোর্সের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে মেরেডিথ। সরকারের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এক মাসের মধ্যে টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদলের প্রক্রিয়া শেষ হবে। ক্লাউড কম্পিউটিং ফার্ম সেলসফোর্সের চেয়ারম্যান মার্ক বেনিঅফ বলেন, টাইম ম্যাগাজিন একটি আইকন। ‘এর মূল শক্তির জায়গাটা হল গল্প বলার কৌশল।
×