ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জলবায়ু চুক্তিতে ফিরে আসুন ॥ যুক্তরাষ্ট্রকে প্যাসিফিক নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৩:৪৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

 জলবায়ু চুক্তিতে ফিরে  আসুন ॥ যুক্তরাষ্ট্রকে  প্যাসিফিক নেতৃবৃন্দ

জলবায়ু পরিবর্তনকে ‘সবচেয়ে বড় হুমকি’ বর্ণনা করে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। খবর ওয়েবসাইট। নাউরুতে ১৮ সদস্যের ‘প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম’ এর এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। যদিও ফোরামের শক্তিশালী সদস্য রাষ্ট্র আস্ট্রেলিয়া নিজেই প্যারিস জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে গেছে। বৈঠকে নেতারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষদের জীবনধারণ, নিরাপত্তা ও বেঁচে থাকার ওপর সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। তাদের সুরক্ষায় আমরা যুক্তরাষ্ট্রকে এই চুক্তিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। গতবছর জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যে ২০১৫ সালে প্যারিসে ওই জলবায়ু চুক্তি হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এমন পর্যায়ে বেঁধে রাখার উদ্যোগে নেয়া হবে, যাতে তা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়।
×