ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে টয়লেট তৈরির হিড়িক

প্রকাশিত: ০৬:৩৬, ৩ আগস্ট ২০১৮

ভারতে টয়লেট তৈরির হিড়িক

ভারতে ২০ বিলিয়ন ডলারের ‘ক্লিন ইন্ডিয়া’ মিশনের লক্ষ্য ৫ বছরের মধ্যে দেশে ১১১ মিলিয়ন টয়লেট নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়াও তিনি কোটি কোটি ভারতীয়ের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার উন্নতিতে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্লুমবার্গ ভিউ। জাতীয় স্বাস্থ্য সচেতনতার এই প্রকল্পের ফলে কংক্রিটের তৈরি জিনিসপত্রের বিক্রি এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৮১ শতাংশে এবং বাথরুম ও স্যানিটারির জিনিসপত্রের বিক্রি বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ। এর ফলে দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপের অন্তর্ভুক্ত পরিষ্কার সামগ্রী প্রস্তুতকারী রেকিট বেনকিসার গ্রুপ পিএলসি ব্যাপক লাভবান হচ্ছে। ২০১৪ সালে মোদির দেয়া প্রতিশ্রুতির সময় থেকে প্রায় ৮০ মিলিয়ন গৃহস্থালি টয়লেট নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবরের মধ্যে ইউনভার্সেল স্যানিটরি কাভারেজ নিশ্চিত করাই এর লক্ষ্য। একই সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক গান্ধীর ১৫০তম জন্মদিন পালন করা হবে। টয়লেট তৈরির হিড়িক ও দেশব্যাপী তা ব্যবহারে উৎসাহ দিতে প্রচারের ফলে ২০২১ সালের মধ্যে স্যানিটারি সম্পর্কিত পণ্য ও সেবার খরচ বেড়ে ৪০ থেকে ৬২ বিলিয়নে দাঁড়াবে।
×