ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আশাবাদী মোশারফ

প্রকাশিত: ০৪:৩০, ১ জুন ২০১৮

আশাবাদী মোশারফ

ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ শান্তি উদ্যোগ নিয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশারফ। বুধবার সিএনএন নিউজ এনটিনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, সীমান্ত পারাপার ঠেকাতে পাকিস্তানের সেনাবাহিনী অনেক কিছু করেছে। তিনি বলেন, অস্ত্র বিরতির পথ ধরে শীঘ্রই দু দেশের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি আলোচনা শুরু হতে পারে -নিউজ এনটিন কাজ দিয়ে বিচার করুন ভারতের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী বলেছেন, ‘আমাকে আমার কাজ দিয়ে বিচার করুন, পায়ের চপ্পল দিয়ে নয়।’ তিনি মন্ত্রী হওয়ার পর ফ্যাশন, বিতর্ক, কৌতুক বিভিন্ন কারণে তার নাম মিডিয়ায় উঠে এসেছে। তিনি বলেন, রাজনীতিকদের ব্যক্তিগত পছন্দ আর জনগণের আশা এক নয়। বস্ত্রমন্ত্রী হিসেবে তিনি লক্ষ্য করেছেন এই খাতে শহর আর গ্রামের মানুষের পছন্দের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।-হিন্দুস্তান টাইমস
×