ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ে সরকারী হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট সার্জারি

প্রকাশিত: ০৩:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

চেন্নাইয়ে সরকারী হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট সার্জারি

বিনামূল্যে ব্রেস্ট সার্জারির জন্য একটি ক্লিনিক খুলেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি সরকারী হাসপাতাল। চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালে আগে থেকেই ক্যান্সার থেকে বেঁচে যাওয়া রোগীদের বিনামূল্যে স্তন পুনর্গঠন অস্ত্রোপচারের সুবিধা ছিল, এবার স্তনের আকার পরিবর্তনের সুবিধা দেয়ারও পরিকল্পনা হয়েছে। চেন্নাইয়ের সরকারী এ হাসপাতালে মূলত স্বল্প আয়ের রোগীদের এ সুবিধা দেয়া হবে বলে বলা হয়েছে। রোগীদের ভাল স্বাস্থ্য সেবা দেয়ার ক্ষেত্রে তামিলনাড়ুর খ্যাতি আছে। দেশটির বেসরকারী হাসপাতালগুলোতে স্তন পুনর্গঠন অপারেশনের খরচ ৮০ হাজার রুপী থেকে শুরু হয়। চেন্নাইয়ের এ সরকারী ক্লিনিকে রোগীদের তিন ধরনের সুবিধা মিলবে বলে হাসপাতালটির প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ভি রমা দেবী জানিয়েছেন। এগুলো হচ্ছে- ক্যান্সার রোগীদের স্তন পুনর্গঠন, ইমপ্ল্যান্টের মাধ্যমে স্তনের আকার বাড়ানো এবং প্লাস্টিক সার্জারি করে স্তন ছোট করা। এর মধ্যে স্তনের আকার কমানো ও পুনর্গঠনের অপারেশন হবে বিনামূল্যে, স্তন বাড়ানোর ইমপ্ল্যান্টের খরচ রোগীকে বহন করতে হবে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ মাসে এ ধরনের শতাধিক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। ড. দেবী বলছেন, ছোট স্তনের কারণে অনেকেই মানসিক যন্ত্রণায় থাকেন। -বিবিসি
×