ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই বছর পর প্রথম বৈঠক

দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে উচ্চ পর্যায়ের দল পাঠাবে উত্তর

প্রকাশিত: ০৩:৫৫, ১০ জানুয়ারি ২০১৮

দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে উচ্চ পর্যায়ের দল পাঠাবে উত্তর

দক্ষিণ কোরিয়ায় আসন্ন শীতকালীন অলিম্পিক গেমসে এ্যাথলেটসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চরম উত্তেজনার মাঝে দুই বছর পর প্রথমবারের মতো আলোচনায় বসল দুই কোরিয়া। মঙ্গলবার সকাল ১০টায় দেশ দুটির সীমান্ত সংলগ্ন ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানজামুনে তাদের বৈঠক অনুষ্টিত হয়। এএফপি। বৈঠকে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দেন দেশটির পুনরেকত্রীকরণ মন্ত্রী ছো মিয়ং গিয়ন। উত্তরের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় সংস্থার প্রধান রি সন-গোন। দক্ষিণ কোরিয়ার সহযোগী পুনরেকত্রীকরণ মন্ত্রী চুন হ্যাক সুং সাংবাদিকদের বলেন, আলোচনায় এ্যাথলেটদের পাশাপাশি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, দর্শক সমর্থকদের সঙ্গে একটি সাংস্কৃতিক ও তায়াকোয়ান্দ প্রদর্শনী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। সিউল প্রস্তাব দিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের খেলোয়াড়রা পাশাপাশি মার্চপাস্ট করবে, একইসঙ্গে ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পর দুই দেশের আটকে পড়া মানুষজনকে তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাত ও তাৎক্ষণিক যুদ্ধপরিস্থিতি এড়াতে রেডক্রসের সঙ্গে বৈঠকে বসে। আলোচনার শুরুতে উত্তর কোরিয়ার প্রতিনিধি রি সন বলেন, আসুন জনগণকে নতুন বছরে একটি চমৎকার উপহার দেই। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মাইউন বলেন, পিয়ংচ্যাং অলিম্পিক হতে যাচ্ছে শান্তির অলিম্পিক যেখানে উত্তরের অতিথিরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা অন্যদের সঙ্গে মিলিত হতে পারবেন। অনেকদিন বিচ্ছিন্ন থাকার পর আমাদের মধ্যে কথা হচ্ছে। যদিও আমার বিশ্বাস প্রথম পদক্ষেপই অর্ধেক পথ এগিয়ে নেবে। উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও পুনর্মিলনের পথে এগিয়ে যাক, জনগণেরও এটাই চাওয়া। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তরের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েই প্রধানত এদিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক কর্মসূচী নিয়েও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছিল। শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিয়ে চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, আসন্ন অলিম্পিক গেমসে প্রতিনিধিদল পাঠানো দুই দেশের মানুষের মধ্যকার একতা প্রদর্শনের ভাল সুযোগ।
×