ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেসেটে উগ্র ডানপন্থীদের আইন পাস

পুরো জেরুজালেমকে গ্রাস করার ইসরাইলী পদক্ষেপ

প্রকাশিত: ০৩:৫৫, ৩ জানুয়ারি ২০১৮

পুরো জেরুজালেমকে গ্রাস করার ইসরাইলী পদক্ষেপ

জেরুজালেমের ফিলিস্তিনী অংশ ভবিষ্যতে সম্পাদিত কোন ধরনের শান্তি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনীদের হাতে প্রত্যার্পণ করা যাতে আরও দুঃসাধ্য হয়ে পড়ে সেই লক্ষ্যে ইসরাইলী পার্লামেন্টে মঙ্গলবার আইনগত অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের সপক্ষে কট্টর ডানপন্থীদের ৬৪ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। এর মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক ফর্মুলার মাধ্যমে ইসরাইল ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল। খবর- এএফপির। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ৬ ডিসেম্বরে প্রদত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনীদের মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই ইসরাইলী পার্লামেন্ট নেসেটে এই বিল পাস করা হল। উগ্র ডানপন্থী ইহুদী গ্রুপ হোম পার্টির শুলি মোয়ালেম রাফায়েলী এই বিলটি প্রণয়ন করে নেসেটে উত্থাপন করে। বিলটি পাসের ফলে এখন থেকে ফিলিস্তিনীদের দখলকৃত এলাকাগুলো ইসরাইলী পৌর এলাকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর ফিলিস্তিনী সংখ্যাগরিষ্ঠ এলাকায় তাদেরকে আপন ভূমিতে সংখ্যালঘু বানানোর নীলনক্সা অনুযায়ী নতুন নতুন ইহুদী বসতি গড়ে তোলার পথে আর কোন আইনী বাধা থাকবে না। উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনীদের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরবর্তীতে তারা পূর্ব জেরুজালেমকে তাদের রাষ্ট্রের অঙ্গীভূত করে নেয়- কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কখনও তাদের এ পদক্ষেপ মেনে নেয়নি। তা সত্ত্বেও ইসরাইল জেরুজালেমের পূর্ব ও পশ্চিমাংশ নিয়ে তাদের সমন্বিত রাজধানী হিসেবে দাবি করতে থাকে অন্যদিকে ফিলিস্তিনীরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে তাদের আইনগত অধিকার প্রকাশে অনড় অবস্থান গ্রহণ করে। বিষয়টি ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূল উপলক্ষ্য হয়ে দাঁড়ায়। কট্টরপন্থী জুয়িশ হোম দলের প্রধান শিক্ষামন্ত্রী আফতালি বেনেট ভোট গ্রহণ শেষে বলেন, ‘আমরা এর মাধ্যমে জেরুজালেমের অখ-তা নিশ্চিত করলাম। এখন থেকে মাউন্ট অলিভ্্স (জলপাই উপত্যকা), ওল্ড সিটি (পুরাতন শহর) ও সিটি অব ডেভিড (দাউদের শহর) চিরদিনের মতো আমাদের দখলে এসে গেল।’ অপরদিকে বিরোধীদল নেতা ডোভ হেনিন বলেন, ‘এই আইনের মধ্যেমে শান্তির পথ রুদ্ধ হয়ে গেল।
×