ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আটকাদেশ থেকে মুক্তি...

প্রকাশিত: ০৩:৫২, ৫ নভেম্বর ২০১৭

আটকাদেশ থেকে মুক্তি...

যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের এক ডিটেনশন সেন্টার থেকে রোজা মারিয়া হার্নান্দেজ (১০) নামে এক অবৈধ অভিবাসীকে মুক্তি দেয়া হয়েছে। মেক্সিকো সীমান্ত লাগোয়া লারেদো এলাকার ছোট এক শহর থেকে সে ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দূরের করপাস ক্রিসটি হাসপাতালে গলব্লাডার সার্জারি পর তাকে আটক করে সরকার নিয়ন্ত্রিত শরণার্থী নির্বাসন কেন্দ্রে রাখা হয়। সঙ্গে বৈধ কাগজপত্র ও মা-বাবা না থাকায় তাকে আটক করা হয়েছিল। -এএফপি ধর্ষণ থেকে বাঁচাল কুকুর! ব্রিটেনের বার্কশায়ারের এক পার্কে বেড়াতে গিয়ে ৩৬ বছর বয়সী এক নারী ধর্ষিত হতে গিয়ে পোষ্য কুকুরের জন্য বেঁচে গেছেন। লন্ডন থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমের শহরটিতে ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। গোয়েন্দা কর্মকর্তা ম্যাট স্টোন বলেন, হামলাকারী ওই নারীকে মাটিতে শুইয়ে তার পোশাক খুলে ফেলার চেষ্টা করায় কুকুরটি ক্ষেপে গিয়ে আক্রমণ চালায়। পালিয়ে যায় হামলাকারী ব্যক্তিটি। হামলার শিকার ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। -ইন্ডিপেন্ডেন্ট
×