ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাততালি দেয়ার এ্যাপ!

প্রকাশিত: ০৫:২২, ২২ অক্টোবর ২০১৭

হাততালি দেয়ার এ্যাপ!

স্মার্টফোনের খেলার এ্যাপের মতো এমন একটি এ্যাপ তৈরি করেছে চীন যাতে যতবার খুশি হাততালি দেয়া যায়। এটি তৈরি করেছে টেনসেন্ট নামে এক চীনা কোম্পানি। এ এ্যাপটি গত তিন দিনে এক শ’ ২০ কোটিবার ব্যবহার করা হয়েছে। বিশেষ এ এ্যাপটি কমিউনিস্ট পার্টির কংগ্রেস উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে, যা এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আগেও এক শ’টির বেশি এ ধরনের এ্যাপ বাজারে ছাড়া হয়। -বিবিসি মাইক্রো নেশন সিল্যান্ড! ব্রিটেনের সমুদ্র তীর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এক দ্বীপ হচ্ছে মাইক্রো নেশন। ১৯৪৩ সালে ব্রিটিশ সেনাবাহিনী এটি তৈরি করে। প্রথমে এর নাম ছিল ‘এইচএমফোর্ট রগস’। ২০১২ সালের ৯ অক্টোবর রয় বেটসকে এখানে রাজা ঘোষণা করা হয়। রয়ের মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক। এখানকার জনসংখ্যা মাত্র ২৭ জন। রয়েছে নিজস্ব মুদ্রাও। -উইকিপিডিয়া
×