ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:২৩, ২৯ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

বৈষম্যের বিরুদ্ধে নারী ষাঁড়ের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে ছোট্ট মেয়েটি। ঝুঁটি করে বাঁধা চুল। বাতাসে উড়ছে ফ্রক। কোমরে হাত দিয়ে গোঁয়ার ষাঁড়টিকে রুখতে যেন উদ্যত সে। নারী বৈষম্যের প্রতি মনোযোগ কাড়তে এবং করপোরেট জগতে বেতনবৈষম্যের দিকে নজর ফেরাতে প্রতীকী ব্যঞ্জনায় মূর্ত এই শিশুকন্যা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের সেই বিখ্যাত ব্রোঞ্জের ষাঁড়ের সামনে দাঁড় করানো হয়েছে তেজস্বী এই শিশুকন্যার ব্রোঞ্জের মূর্তি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯৮৯ সালে পিতলের ওই ষাঁড়ের মূর্তি স্থাপন করা হয়। ম্যানহাটনে ‘ওয়াল স্ট্রিট বুল’ নামের ষাঁড়ের এই মূর্তিটি স্থাপনের পর থেকেই তা জনপ্রিয় হয়ে ওঠে। পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এই মূর্তি। এটাকে ওয়াল স্ট্রিটের আইকন বলা হয়ে থাকে। ইতালীয় বংশোদ্ভূত শিল্পী আর্তুরো দি মদিকা ষাঁড়ের মূর্তিটি গড়ে তোলেন। ১৯৮৭ সালে বাজার-বিপর্যয়ের বিপরীতে ‘মার্কিন জনগণের শক্তি ও সামর্থ্যরে’ প্রতীক হিসেবে এই মূর্তি স্থাপন করা হয়। জনপ্রিয়তার কারণে পরে সেটিকে সেখানেই রেখে দেওয়া হয়। -ওয়েবসাইট ফের রোমিও-জুলিয়েট আমেরিকার সাউথ ক্যারোলিনার কোস্টাল ক্যারোলিনা হাসপাতাল। এখানে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। পাশাপাশি কক্ষে জন্ম নিল রোমিও ও জুলিয়েট। আসলে গল্পের প্রেমিক-প্রেমিকা রোমিও আর জুলিয়েট তো আর জন্ম নিতে পারে না। তবে একই হাসপাতালের পাশাপাশি দুটি কক্ষে জন্ম নেয়া দুটি শিশুর নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট। নাম রাখার সময় ছেলে বা মেয়ে শিশুর বাবা-মা কেউ জানতেনই না একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার ঘটতে যাচ্ছে তাদের সঙ্গে। গত ১৯ মার্চ দুপুরে প্রথমে মরগান ও এডুইন হার্নান্দেজ দম্পতির ঘরে জন্ম নিল রোমিও। এর ১৮ ঘণ্টা ৮মিনিট পর ক্রিস্টিনা ও এ্যালান শিফলেট দম্পতির ঘরে জন্ম নেয় জুলিয়েট। হাসপাতালের পাশাপাশি কক্ষে জন্ম নেওয়া ছাড়া আরেকটি মজার ব্যাপার হলো তাদের জন্মের অনেক আগেই তাদের নাম ঠিক করা হয়েছিল। -এবিসি নিউজ নীরবতা দিবসে বিমানবন্দর বন্ধ ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বালি দ্বীপে কর্তৃপক্ষ মঙ্গলবার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রেখেছে। হিন্দুদের নীরবতা দিবসের স্মারক হিসেবে বিমানবন্দর বন্ধ রাখা হয়। পরিবহন মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানান। খবর এএফপির। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারতা টেলিফোনে সিনহুয়াকে বলেন, বালির নগুরাহ রায় বিমানবন্দর আজ (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে কাল (বুধবার) সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে। নীরবতা দিবসের স্মারক হিসেবে এটি করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় নীরবতা দিবসে সরকারী ছুটি থাকে। প্রধানত বালি দ্বীপেই এটি পালন করা হয়। এ দিন উপবাস পালন এবং ধ্যান করা হয়। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, প্রতি মাসে বালিদ্বীপে প্রায় ২ লাখ পর্যটক ঘুরতে আসে।
×