ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্কুলে যাচ্ছে ব্রিটেনের বিরল জোড়া যমজ বোন

প্রকাশিত: ০৪:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৬

স্কুলে যাচ্ছে ব্রিটেনের বিরল জোড়া যমজ বোন

যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেয়া জোড়া লাগা যমজ শিশু রোজি ও রুবি। যাদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র ২০ শতাংশ, তারা এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০১২ সালের ২৬ জুলাই জন্মগ্রহণ করা শিশু দুইটির পেটের দিকের অংশ জোড়া লাগানো ছিল। তাদের একটিই অন্ত্রনালী ছিল। খবর বিবিসির। ওই বছরই অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। চিকিৎকরা তখন শিশু দুইটির বেঁচে থাকার সম্ভাবনা ২০ শতাংশ বলে জানিয়েছিলেন। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা রোজি ও রুবির মা এ্যাঞ্জেলা ফারমোসা মেয়েদের স্কুল শুরু করা নিয়ে ‘খুবই আনন্দিত’। তিনি বলেন, চার বছর আগে আমি এমনটি হওয়ার কথা কল্পনাও করতে পারিনি। এটি সত্যিই অসাধারণ এবং সত্যি বলতে, সমস্ত ধন্যবাদ গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালের পাওনা। যখন আমি ও তাদের বাবা জানতে পারলাম তারা বিরল জন্মগত জটিলতায় ভুগছে তখন আমাদের হৃদয় ভেঙ্গে গিয়েছিল। প্রতি দুই লাখ শিশুর মধ্যে একজন এ ধরনের জটিলতায় আক্রান্ত হয়। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় রুবি ও রোজির। ওই সময় তাদের মা ৩৪ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সেপ্টেম্বর মাস থেকেই তারা স্কুলে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় ভুল শিশুকে দাহ অস্ট্রেলিয়ায় একটি হাসপাতালের কর্মী সদ্যমৃত এক শিশুর পরিচয় নির্ধারণে ভুল করায় সেই শিশুটিকে দাহ করা হয়েছে। যদিও বাবা-মা শিশুটিকে সমাধিস্ত করতে চেয়েছিলেন। খবর বিবিসির। একটি সদ্যোমৃত শিশু ও একটি গর্ভপাতজনিত কারণে জন্ম নেয়া মৃত শিশুকে দেয়ার কম্বলের আইডি ট্যাগ বিভ্রান্তির কারণে গেল বছর সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতালে এই ঘটনাটি ঘটে। সিডনির অপর একটি হাসপাতালেও এক নবজাতককে ভুল করে ‘লাফিং গ্যাস’ প্রয়োগ করায় তার মৃত্যু হয়েছিল। ওই ঘটনাগুলোর জন্য নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী জিলিয়ান স্কিনার ক্ষমা চেয়েছেন। বাজেট নির্ধারণী একটি কমিটিকে স্কিনার বলেন, ‘তাদের এই বিপর্যয়ের জন্য, এ ধরনের অনভিপ্রেত ঘটনার আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ বিরোধী দল লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, স্বাস্থ্য সেবা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য স্কিনারকে বরখাস্ত করা উচিত।
×