ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাঈদা ওয়ার্সির লিভ ক্যাম্পেন ত্যাগ ॥ লিভের দ্বিমত

প্রকাশিত: ০৩:৫০, ২১ জুন ২০১৬

সাঈদা ওয়ার্সির লিভ ক্যাম্পেন ত্যাগ ॥ লিভের দ্বিমত

কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান ব্যারনেস সাঈদা ওয়ার্সি গণভোটের কয়েদিন আগে ঘোষণা করেছেন, তিনি আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে প্রচার অভিযান (লিভ ক্যাম্পেন) সমর্থন করবেন না। তিনি এ প্রচার অভিযানে উগ্র স্বাদেশিকতা ও ঘৃণা ছড়ানো হয় বলে অভিযোগ আনেন। কিন্তু লিভ ক্যামেন জোর দিয়ে বলেছে, তিনি কখনই তাদের পক্ষে যোগ দেন নি। খবর গার্ডিয়ান ও ডেইলি মেইল অন লাইনের। সাঈদা টাইমসকে বলেছেন, বৃহস্পতিবার গণভোটকে সামনে রেখে একটি বিতর্কিত পোস্টারের প্রতিবাদে তিনি ইইউ ত্যাগের প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে নাইজেল ফারেজ প্রকাশিত পোস্টারটিতে সেøাভেনিয়ার সীমান্তে অভিবাসী ও শরণার্থীদের সারিবদ্ধ একটি ছবি দেখা যায়। এর ক্যাপশনে লেখা ভেঙ্গে পড়ার মুহূর্তও। ওয়ার্সি বলেন, পোস্টারের ক্যাপশন ‘ব্রেকিং পয়েন্ট’ আমার জন্য হবে সত্যিকার ব্রেকিং পয়েন্ট। তাই আমাকে বলতে হচ্ছে, তাতে আমি আর সমর্থন দিতে পারছি না। তিনি বলেন, আমরা কি ঠিক প্রচার অভিযানে জয়ী হওয়ার জন্য উগ্র স্বদেশিকতা ও ঘৃণা ছড়িয়ে দেয়ার জন্য মিথ্যে বলতে প্রস্তুতও। কিন্তু লিভ ক্যাম্পেনের মুখপাত্র বলেন, লেডি ওয়ার্সির ঘোষণায় তারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। তিনি বলেন, ওয়ার্সি কখনও আমাদের প্রচার অভিযানের সমর্থক ছিলেন বলে আমরা স্মরণ করতে পারছি না। তাই, তিনি পক্ষ ত্যাগ করেছেন বলে যে দাবি করেছেন তাতে আমরা বিমূঢ়। শীর্ষস্থানীয় টোরি এমইপি ও লিভ ক্যাম্পেনার ডেনি ড্যানিয়েল হান্নান বলেন, আমি যখন লিভ ক্যাম্পেনে যোগ দেয়ার জন্য সাঈদা ওয়ার্সিকে আমন্ত্রণ জানাই তখন অসম্মতি জানিয়েছিলেন তিনি। তা ভাল দৃশ্যত। কিন্তু এটা কিভাবে তার ‘লিভ ক্যাম্পেন ত্যাগ’?
×