ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে পুলিশ হত্যাকারীর তালিকায় আরও ভিআইপির নাম ছিল

প্রকাশিত: ০৪:১৮, ১৬ জুন ২০১৬

ফ্রান্সে পুলিশ হত্যাকারীর তালিকায় আরও ভিআইপির নাম ছিল

ফ্রান্সে পুলিশ দম্পতির ঘাতকের ‘হত্যা তালিকায়’ আরও কয়েক ভিআইপিছিল এবং সে আর সহকর্মীদের ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টকে কবরস্থানে পরিণত করার আহ্বান জানান। দেশটির পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির। প্যারিসের ম্যাগনাভিল এলাকায় সোমবার পুলিশের সহকারী প্রধান ও তার পার্টনারকে খুন করে লারোসি আবালা নামে ২৫ বছর বয়সী এক যুবক। সে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে জানা যায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় আবালার। মৃত্যুর আগে ফেসবুক ভিডিওতে আবালা পুলিশ দম্পতিকে হত্যার দায় স্বীকার করে এবং তার সহকর্মী জিহাদীদের আরও হত্যাকা- সংঘটনের আহ্বান জানান। প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিঁস বলেছেন, আবালা তার মৃত্যুর আগে পুলিশকে বলেছে, সে তিন সপ্তাহ আগে আইএসের প্রতি আনুগত্য স্বীকার করে। তদন্তে নেমে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ এবং পাওয়া গেছে তিনটি ফোন ও কয়েকটি ছুরি। একটি ছুরিতে রক্ত মাখা ছিল। মলিঁস বলেছেন, আবালার কাছে এক হত্যা তালিকা পাওয়া গেছে। এতে পুলিশ, সাংবাদিক ও গায়কসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল। ফরাসী পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকেই আবালানজর রাখা হয়েছিল। জাপানের জলসীমায় চীনা গোয়েন্দা জাহাজ চীনের একটি গোয়েন্দা জাহাজ বুধবার জাপানের জলসীমায় প্রবেশ করেছে। এক সপ্তাহেরও কম সময় আগে প্রতিদ্বন্দ্বী এ দেশের নৌবাহিনীর অপর একটি জাহাজ সার্বভৌমত্ব নিয়ে বিরোধের কেন্দ্রে থাকা দ্বীপপুঞ্জের কাছের জলসীমায় প্রবেশ করেছিল। এশিয়ার জলসীমায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিতে জাপান উদ্বিগ্ন। নৌবাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান দেশের দক্ষিণাঞ্চলীয় কুচিনোয়েরাবু দ্বীপের কাছে স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় চীনের গোয়েন্দা জাহাজটি দেখতে পায়। -এএফপি
×