ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালিতে বিদ্রোহী হামলায় চীনা শান্তিরক্ষীসহ নিহত ৪

প্রকাশিত: ০৩:৪১, ৩ জুন ২০১৬

মালিতে বিদ্রোহী হামলায় চীনা শান্তিরক্ষীসহ নিহত ৪

মালির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় এক চীনা শান্তিরক্ষী ও জাতিসংঘের মাইন-নিষ্ক্রিয়কারী ইউনিটের ৩ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার চালানো এসব হামলার দায় আল কায়েদার জঙ্গীরা স্বীকার করেছে মালির উত্তরাঞ্চলীয় গাঁও শিবিরে মর্টারের গোলায় নিজেদের এক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া হামলায় আরও তিন চীনা নাগরিক গুরুতর আহত হয়। খবর বিবিসির এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, গাঁও শহরে বিচ্ছিন্ন অপর এক হামলায় মাইন-নিষ্ক্রিয়কারী ইউনিটের ‘দুই নিরাপত্তারক্ষী এবং একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ’ নিহত হয়েছেন। আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) জানিয়েছে, আলজিরীয় জঙ্গী মোখতার বেলমোখতারের নেতৃত্বাধীন একটি শাখা এসব হামলা চালিয়েছে। পাকিস্তানে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে পুড়িয়ে হত্যা পাকিস্তানের রক্ষণশীল উত্তর-পূর্বাঞ্চলে এক তরুণীকে বুধবার নির্যাতন করে হত্যা করা হয়। ঐ তরুণী তার সাবেক এক সহকর্মীর ছেলেকে বিয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে আত্মীয়স্বজন ও পুলিশ জানিয়েছে। খবর এএফপির। রাজধানী ইসলামাবাদের বাইরে মারি গ্রীষ্মকালীন পাহাড়ী বিনোদনকেন্দ্র ঘনিষ্ঠ আপার ডিওয়াল গ্রামে মারিয়া সাদাকাত (১৯) নামের ওই তরুণীকে একদল হামলাকারী হামলা চালায়। রাজধানীতে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের বার্ন সেন্টারের বাইরে সাদাকাতের চাচা আবুল বাসিত জানান, তাকে খুব খারাপভাবে নির্যাতন ও তারপর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
×