ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সবচেয়ে হতাশাজনক মন্তব্য

সিরিয়া যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে

প্রকাশিত: ০৬:২৫, ৪ মে ২০১৬

সিরিয়া যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার যুদ্ধ নানা দিক দিয়ে ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। যা তার এ পর্যন্ত করা মন্তব্যের মধ্যে সবচেয়ে হতাশাজনক। সিরিয়ার অস্ত্রবিরতি পুনরুদ্ধারের প্রচেষ্টা মঙ্গলবার রাশিয়ার হাতে অর্পিত হয়েছে। এদিকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কেরি সোমবার জেনেভায় নাজুক অস্ত্রবিরতি চুক্তি কার্যকরে নতুন করে জোরালো উদ্যোগ নেয়ার আহ্বান জানানোর একদিন পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্তাফান দি মিসতুরার বৈঠকের কথা রয়েছে। খবর এএফপি ও বিবিসির। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় দুই মাস পুরনো সিরীয় অস্ত্রবিরতি চুক্তি মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এর প্রেক্ষিতে কেরি সোমবার বলেছেন, সিরিয়ার রক্তক্ষয় বন্ধের চেষ্টায় ওয়াশিংটন ও মস্কোর চেষ্টায় অগ্রগতি অর্জিত হয়েছিল। তিনি বলেন, জেনেভাভিত্তিক অস্ত্রবিরতি পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সিরিয়ার ভূমিতে সহিংসতা রোধে আগামী কয়েক ঘণ্টা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেরি। মিসতুরাকে কেরি বলেন, সহিসংতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়া পরিস্থিতি এখন উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি বলেন, দেশটিতে নয় সপ্তাহ ধরে সহিংসতা বন্ধ ছিল। এর একটি ইতিবাচক প্রভাব ছিল। অনেকের জীবনও রক্ষা হয়েছে। জেনেভায় জাতিসংঘ ও আরবের কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর কেরি বলেন, আলেপ্পোয় সহিংসতা কমিয়ে আনার পরিকল্পনা চলছে। এতে সফলতা পেতে আরও কাজ করতে হবে। কেরি বলেন, সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সহিংসতা কিছুটা কমলেও সম্প্রতি আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত নয় দিনে আলেপ্পোয় সহিসংতায় ২৫০ জন নিহত হয়েছে। আলেপ্পোর একটি হাসপাতাল ও তিনটি ক্লিনিকে গত সপ্তাহে বিমান হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সহিংসতা ও পরিস্থিতির জন্য তিনি দুই পক্ষকেই দায়ী করেন। কেরি বলেন, হাসপাতালে হামলা করা সম্পূর্ণ বিবেকবর্জিত কাজ এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। সোমবার বিকেলের দিকে আলেপ্পোর অবস্থা কিছুটা শান্ত ছিল। তখন কিছু অধিবাসী রাস্তায় নেমে আসে এবং এমনকি কিছু দোকানও খুলে। এক সবজি বিক্রেতা আবু নাজেম বলেন, বিমান হামলার ভয়ে গত এক সপ্তাহ আমি কোন কাজ করিনি। কেরি বলেন, পর্যবেক্ষক গ্রুপটি কোথায় কোথায় অস্ত্রবিরতি লঙ্ঘন হচ্ছে তা দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাতদিনই চিহ্নিত করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র মার্কিন কূটনৈতিক বলেছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘ আলেপ্পোর জন্য একটি নতুন অস্ত্রবিরতি চুক্তির পথে এগিয়েছেন। তবে চুক্তিটি এখনও সম্পূর্ণ হয়নি। কেরি জোর দিয়ে বলেছেন, আমাদের লক্ষ্য হলো, বৃহৎ পরিসরে অস্ত্রবিরতি চুক্তি পুনরায় বলবৎ করা, যা আরও কঠিন পরিস্থিতিতেও টিকে থাকবে। আমরা যত দ্রুত সম্ভব এই চুক্তি বলবৎ করার চেষ্টা করছি। তবে আমি এসন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা রাখতে পারব না। তিনি মিসতুরা ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠকের পর কেরি এ কথা বলেন। জেনেভা ছাড়ার আগে কেরি ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে কথা বলেন। রাশিয়াও সহিসংতা কমানো ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার পক্ষে মত দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কো ও ওয়াশিংটনের নেয়া নতুন পদক্ষেপের বিষয়ে সম্মত হয়েছেন লাভরভ ও কেরি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাশিয়া তাত্ত্বিকভাবে অস্ত্রবিরতি সমর্থন করলেও আলেপ্পোতে আসাদ বাহিনীকে নিয়ন্ত্রণে সামান্য কাজও করেনি। কেরি আরও বলেছেন, আলেপ্পোতে আল নুসরা ফ্রন্টোর জিহাদীদের থেকে বিচ্ছিন্ন হতে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের চাপ দেবে ওয়াশিংটন। সিরিয়ায় ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া আংশিক অস্ত্রবিরতি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের উপর কার্যকর হবে না। আর আলেপ্পোতে নুসরা ফ্রন্টের উপস্থিতি হামলা চালাতে কাজে লাগাচ্ছে রাশিয়া ও আসাদ বাহিনী।
×