ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চীনে ভয়াবহ বন্যা, ৬০ হাজার লোককে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২২ এপ্রিল ২০২৪

চীনে ভয়াবহ বন্যা, ৬০ হাজার লোককে স্থানান্তর

গুয়াংডং থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে উদ্ধারকারীরা

কয়েক দিনের ভারি বৃষ্টিতে চীনের গুয়াংডং প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে প্রায় ৬০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছে। সোমবার এক প্রতিবেদনে বলা হয়, বন্যায় প্রদেশটির বিশাল অংশ প্লাবিত হয়ে গেছে এবং উদ্ধারকারীরা কোমর-সমান পানিতে লাইফবোটে করে মানুষকে নিরাপদে নিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি বড় নদীর তীর ভেঙে গেছে।

কর্তৃপক্ষ পানির বিপৎসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, উত্তর গুয়াংডংয়ের একটি নদীর পানির স্তর সোমবার সকালে শতাব্দীর সেরা স্তরে আঘাত হানতে পারে। তবে দুপুর গড়িয়ে গেলেও তা আঘাত হানেনি। এখানে প্রায় ১৩ কোটি লোকের বসবাস। প্রাদেশিক রাজধানী গুয়াংজুর পাশাপাশি ছোট শহর শাওগুয়ান এবং হেয়ুয়ান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। -বিবিসি

×