ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিম্পাঞ্জি শাবক অপহরণ করে মুক্তিপণ দাবি

.

প্রকাশিত: ০২:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২২

শিম্পাঞ্জি শাবক অপহরণ করে মুক্তিপণ দাবি

.

মানুষ অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা প্রায় সময় শুনে থাকি আমরা। কিন্তু এবার শিম্পাঞ্জির শাবক অপহরণের পর মুক্তিপণ চেয়ে বসলো অপহরণকারীরা। আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের এই ঘটনাকে বিশ্বের প্রথম বলা হচ্ছে। এ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমসহ বিশ্ব মিডিয়ায়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গো প্রজাতন্ত্রের কাতাঙ্গার একটি অভয়ারণ্যে প্রবেশ করে অপহরণকারীরা। সেখান থাকা পাঁচটি শিম্পাঞ্জির শাবকের মধ্যে তিনটিকে অপহরণ করে পালিয়ে যায়। অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক চ্যান্টেরো আউটলেটকে জানান, অন্য দুটি শিপাঞ্জিকে একটি রান্নাঘরে লুকানো অবস্থায় পান। অপহৃত তিন শিপাঞ্জির নাম, সিজার, হুসেন ও মঙ্গা। বিশ্বে এই প্রথমবারের মতো শিপাঞ্জির শাবক মুক্তিপণ চেয়ে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন তিনি। কাতাঙ্গা অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা বলেন, তার স্ত্রী অপহরণকারীদের কাছ থেকে তিনটি খুদেবার্তা এবং একটি ভিডিও পেয়েছেন। অপহরণকারীরা জানিয়েছে, মুক্তিপণ দেয়া না হলে শিম্পাঞ্জি বাচ্চাদের ক্ষতি করা হবে। তিনি আরও বলেন, অপহরণকারীরা আমাদের সন্তানদের অপহরণের পরিকল্পনা করেছিল। আমার সন্তানরা ছুটি কাটাতে এখানে আসার কথা ছিল। তারা আসেনি। তাদের না পেয়ে এই তিন শিম্পাঞ্জিকে জিম্মি করেছে। -এনডিটিভি

 

×