ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শুরুতেই প্রশংসায় ‘কাজলরেখা’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ২৯ মার্চ ২০২৪

শুরুতেই প্রশংসায় ‘কাজলরেখা’

.

আসছে ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমেরকাজলরেখাসিনেমাটি। মুক্তি উপলক্ষে চলছে প্রচারণাও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই ছবির ট্রেলার। প্রায় আড়াই মিনিটের সেই ট্রেলারে উঠে এসেছে প্রেম, দাম্পত্য, লোভ, কামনাসহ বৈচিত্রময় এক গল্প। ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকেই প্রশংসাবাক্য জুড়ে দিয়েছেন ক্যাপশনে। এমন একটি গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য সাধুবাদ জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে। প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছেকাজলরেখা প্রেক্ষাপট। যে ছবিতে প্রাচীন বাংলার রূপ-বৈচিত্র, রহস্য সাংস্কৃতির মেলবন্ধন ঘটেছে দারুণভাবে। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে সেট ডিজাইনেও সেই সময়ের প্রাধান্য দেখা গেছে।

সংলাপেও রয়েছে আঞ্চলিকতার ছোঁয়া। সরকারি অনুদানের সিনেমা হলেও সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতা সেলিম বলেছেন, ‘এই ছবি নির্মাণ করতে প্রতিটি সেক্টরকে এক সুতায় একটি মালা হিসেবে গাঁথতে হয়েছে আমাকে। অনেক চ্যালেঞ্জ ছিল। সেগুলো মোকাবিলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি। বাকিটা সিনেমা দেখে দর্শক বলবে। তবে এই সিনেমা নিয়ে আমি ভীষণ আশাবাদী। ইতিহাস-ঐতিহ্যের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করবে আমার বিশ্বাস।’ ‘কাজলরেখা নাম ভূমিকায় কে, সেই রহস্য এখনো উদঘাটন করা হয়নি ট্রেলারে। তবে কঙ্কনদাসির চরিত্রে তিন অভিনেত্রীকে দেখা গেছে। তারা হলেন- রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান মন্দিরা চক্রবর্তী। এর মধ্যে আসল কঙ্কনদাসি কে, সেটা জানা যাবে সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ।

×