ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহে আসবে না ‘শনিবার বিকেল’!

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ৭ আগস্ট ২০২২

প্রেক্ষাগৃহে আসবে না ‘শনিবার বিকেল’!

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের পোস্টার

সিনেমার মহড়া শুরু হয় ২০১৭ সালের ৩০ ডিসেম্বর থেকেমহড়া শেষে ২০১৮ সালের ৫ জানুয়ারি ঢাকার কোক স্টুডিওতে শনিবার বিকেলছবির শূটিং শুরু হয়বরাবরের মতো মোস্তফা সরয়ার ফারুকী তার এ ছবির কাজ গোপনে শেষ করেনছবির শূটিংয়ের গোপনীয়তার কারণে সে সময় অনেকের মনে নানা প্রশ্ন তৈরি হয়অনেকের ধারণা, ছবিটি হোলি আর্টিজানের হামলার ঘটনা নিয়েতবে মোস্তফা সরয়ার ফারুকী সে সময় বলেন, এটা ঠিক যে অনেকেই বলছেন ছবিটি হোলি আর্টিজান ঘটনা নিয়েআমি বলব, ছবিটি হোলি আর্টিজান ঘটনার অনুপ্রেরণায় নির্মিতপরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু চলচ্চিত্র উসবে দারুণ প্রশংসিত ছবিটিঅনেকগুলো পুরস্কারও রয়েছে এর ঝুলিতেকিন্তু নির্মাণের সাড়ে তিন বছরেও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারছেন না ফারুকী২০১৯ সালে শনিবার বিকেলবাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার পর অদৃশ্য কারণে সিনেমাটি ব্যান করা হয়আর এ নিয়ে ক্ষোভের কথা প্রকাশ করেছেন ডুবখ্যাত এ নির্মাতা

রবিবার (৭ আগস্ট) সকালে দুই বছর আগে ইস্টার্নকিকে প্রকাশিত শনিবার বিকেলর রিভিউ নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝাড়েন তিনিফেসবুকে ফারুকী লেখেন, আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেলএ রকম কত সকাল যে আমার গেছেআমি একটা ছবি বানিয়েছি শনিবার বিকেলনামেযেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছিতারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারাএবং তারপর বলে দিল, ছবি ব্যানআমরা আপীল করলামআজকে সাড়ে তিন বছর হলো আপীলেরকোন উত্তর নেইএবং আমাদেরও বুঝি কিছু বলার নেইকারণ তারাপদ রায়ের কবিতার মতো আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে আমরা টেরও পাইনিরিভিউটি প্রসঙ্গে তিনি লেখেন, আজকে শনিবার বিকেলর ওপর ইস্টার্নকিকের রিভিউটা হঠা সাজেস্ট করল আমাকে এ্যালগোরিদমএটা আমি আগে পড়িনিপড়ে মনে হলো আমরা ফুল, পাখি, লতা, পাতা নিয়ে ছবি বানালে ঠিক আছেএমন কিছু বানানো যাবে না, যেখানে আমাদের চেহারা দেখা যায়কিন্তু আমি তো চিরকাল সেইসব গল্পই বলে আসছি, যেখানে আমাদের চেহারা দেখা যায়, সেটা প্রেমের গল্পই হোক আর রাজনীতির গল্পই হোকআমি তো অন্য কিছু পারি নাতাহলে পাখি সব যে রব করবে, সেটা কি নতুন সুরে করতে হবে? নতুন সুর শিখতে হবে?

শনিবার বিকেলর ইংরেজী নাম স্যাটারডে আফটারনুনসিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরাএতে রয়েছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে

 

×