ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভক্তের ভালবাসার নাম সালমান শাহ্

প্রকাশিত: ১২:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ভক্তের ভালবাসার নাম সালমান শাহ্

সালমান শাহ্। এই মানুষটি বেঁচে থেকে যতটা আলোচিত ছিল। মৃত্যুর পরও ততটাই...বিশেষ করে, তার অনাকাক্সিক্ষত মৃত্যু কারও কারও কাছে ছিল নিজের মৃত্যুর সমান। এক কথায় কেউই এই মৃত্যু মেনে নিতে পারেনি। যে কারণে, নায়ক সালমন শাহ্ এবং ব্যক্তি সালমন শাহের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ সময়ে সময়ে তার ভক্তদের আবেগে ভাসায়। সালমান শাহ্ মারা গিয়েছেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। প্রথমে আত্মহত্যা করেছেন বলে সকলে জানলেও বিভিন্ন অমীমাংসিত প্রশ্নের কারণে পরবর্তীতে এটি রহস্যজনক মৃত্যু বলে সকলে ভাবতে থাকেন। তার মৃত্যুরহস্য নিয়ে বছরের পর বছর চলে এসেছে অসংখ্য কথা। গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন দীর্ঘ তদন্ত শেষে তাদের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে। সেই প্রতিবেদনের মূল কথা ছিল, সালমান শাহ্কে কেউ হত্যা করেনি, তিনি নিজেই নিজেকে হত্যা করেছেন অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন, এজন্য কারণ হিসেবে তারা বলেছেন, সালমান শাহ্ ছিলেন প্রচ- আবেগী একজন মানুষ, অল্পতে কষ্ট পেতেন আবার অল্পতে রাগ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে প্রণয়ে জড়িয়ে পরেন, এবং বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন, অন্যদিনে সালমান শাহ্রে স্ত্রী সামিরা চৌধুরী এসব কখনই মেনে নিতে পারেননি। সামিরাকে আবার সালমানের মা পছন্দ করত না, এমনকি বৌ-শাশুড়ির মধ্যে কখনও কথাবার্তা হতো না। এসবের মধ্যে আবেগী সালমান ছিলেন নিরুপায়, কাজেই আত্মহত্যার পথ বেছে নেন নন্দিত এই চিত্রনায়ক। এছাড়া কেউ তাকে হত্যা করেছে এমন কোন প্রমাণ পিবিআই তাদের তদন্ত পায়নি। তবে তার আত্মহত্যার কারণ হিসেবে শাবনূরের সঙ্গে প্রণয়ের বিষয়টা গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর চিত্রনায়িকা শাবনূর ভীষণভাবে বিব্রত প্রকাশ করেছেন এবং পরিষ্কার করে বলেছেন, সালমান শাহ্রে সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক ছিল না। পেশাগত সম্পর্কের খাতিরে তাদের মধ্যে যে সখ্য ছিল সেটা অনেকটা ভাই-বোনের সম্পর্ক। কখনও কখনও সে সম্পর্ক বন্ধুত্বেরও ছিল তবে ব্যক্তিগত প্রেম বা প্রণয় এসব কিছুই ছিল না। স্পষ্ট ভাষায় পরিষ্কার করে চিত্রনায়িকা শাবনূর নিজের অবস্থান গণমাধ্যমে প্রকাশ করেছেন। অন্যদিকে স্বামী মৃত্যুর পর স্ত্রী নীলা চৌধুরী ছেলের অপমৃত্যু মামলার বাদী। দেশের বাইরে থেকে গণমাধ্যমে টেলিফোনে জানিয়েছেন তিনি এই তদন্ত প্রতিবেদন বিশ্বাস করেন না এবং মানেন না। পূর্বের মতো আবারও সালমানের মৃত্যুর কারণ নিশ্চিতে জটিলতা। এবার আসা যাক সালমান ভক্তদের মনোস্তত্ত্বে, মৃত্যুর পর আজ পর্যন্ত সালমান তার ভক্তদের কাছে ভীষণ ভাললাগার নাম। তার মৃত্যুর সঠিক কারণ কোনটি তাতে তাদের আসে যায় না। তাদের আক্ষেপ দীর্ঘ সময় ধরে সালমানকে না পাওয়ার...। আনন্দকণ্ঠ প্রতিবেদক
×