ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন চলছে

প্রকাশিত: ০৬:১০, ২১ জুন ২০১৯

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন চলছে

স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র দ্বিবার্ষিক নির্বাচন চলছে আজ শুক্রবার। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারকারা। ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ২১টি পদে লড়েছেন ৫১ জন শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। এবার নির্বাচনে সভাপতি পদে ছিলেন ৩ জন প্রার্থী। তারা হচ্ছেন-শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। এছাড়া দু’টি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ। অর্থ-সম্পাদক পদে লড়েছেন নূর এ আলম (নয়ন) ও মাঈনউদ্দিন আহমেদ (কোহিনূর)। দফতর সম্পাদক পদে আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়েছেন শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করেছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। জানা যায়, শুক্রবার রাত ১০টার মধ্যে প্রাথমিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এদিকে বুধবার (১৯ জুন) শেখ মোঃ এহসানুর রহমান, আবদুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে নির্বাচন নিয়ে বেশকিছু অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয় সহকারী আদালতে নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওইদিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শাফি এই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজ এবং শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ আটজন বিবাদীকে ১৯ জুন থেকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এরপর অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়। তবে নির্বাচন কমিশন এমন কোন নোটিস পায়নি বলে জানিয়েছেন মাসুম আজিজ।
×