ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী মিলন কান্তি দের আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৪:৫৭, ১০ অক্টোবর ২০১৭

দেশব্যাপী মিলন কান্তি দের আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ দেশ বরেণ্য যাত্রাভিনেতা-নির্দেশক-লেখক গবেষক মিলন কান্তি দে প্রতিটি বিভাগীয় শহরে আবৃত্তি সন্ধ্যা আয়োজনের উদ্যোগ নিয়েছেন। আগামী নবেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তার এই আবৃত্তি ভ্রমণ। মিলন কান্তি জানান, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীকে প্রতিপাদ্য করে প্রতিটি অনুষ্ঠানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ৩০ জন বরেণ্য কবির বিভিন্ন কবিতার সমন্বয়ে দুই হাজার পঙ্ক্তিমালা মুখস্ত আবৃত্তি করবেন। সম্প্রতি ঢাকায় শিল্পকলা একাডেমিতে সব্যসাচী লেখক সৈয়দ শাসসুল হক স্মরণে অনুষ্ঠিত এক আবৃত্তি সন্ধ্যায় মিলন কান্তি দে দুই হাজার পঙ্ক্তিমালা মুখস্থ আবৃত্তি করে উপস্থিত দর্শক-শ্রোতাদের চমকে দেন। প্রকাশনা সংস্থা জ্যোতি প্রকাশের স্বত্ব¡াধিকারী মুস্তফা জাহাঙ্গীর আলম আয়োজনটি করেছিলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথি, নাট্যজন আতাউর রহমান। তারা মিলন কান্তির সুন্দর বাচনভঙ্গি আর শুদ্ধ উচ্চারণে বিরতিহীনভাবে দুই হাজার লাইন মুখস্থ আবৃত্তি শুনে মুগ্ধ, বিস্ময় প্রকাশ করেন। আনোয়ারা সৈয়দ হক বলেন-যাত্রাশিল্পী মিলন কান্তি দে দেশীয় আবৃত্ত চর্চার একটি নতুন ধারা তৈরি করে দিলেন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম স্বর্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৫টি, কাজী নজরুলের ৪টি, সৈয়দ শামসুল হকের ৮টি কবিতা সহ অন্য বরেণ্য কবিদের কবিতাগুলো যেভাবে অনর্গল মুখস্থ বলে যাচ্ছিলেন-আমার জন্যে এ এক নতুন অভিজ্ঞতা। স্বপ্নদল থিয়েটারের কর্ণধার জাহিদ রিপন বলেন- আমাদের তরুণ নাট্যকর্মীদের জন্যে মিলন কান্তির আবৃত্তি একটি প্রেরণা হতে পারে। কণ্ঠের ওঠা-নামা শব্দ প্রয়োগ, বিশুদ্ধ উচ্চারণ নিয়ে এই পড়ন্ত বয়সেও যে আবৃত্তির খেলা তিনি আমাদের দেখিয়ে গেলেন, সত্যিই বিস্ময়কর। আগামী নবেম্বর ও ডিসেম্বরে এই দুই মাসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত্য আবৃত্তিসন্ধ্যায় মিলন কান্তি দের নির্বাচিত কবিতাগুলোর কয়েকটি হচ্ছে-মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, দেবতার গ্রাস, সামান্য ক্ষতি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, মানুষ, খেয়াপারের তরণী, সিন্ধু, জীবনানন্দ দাশের বনলতা সেন, সুকান্ত ভট্টাচার্য্যরে ছাড়পত্র, লেনিন, শামসুর রাহমানের অভিশাপ দিচ্ছি, ধন্য সেই পুরুষ, সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতরে, আমার পরিচয়, নূরল দিনের সারাজীবন, মধুসূদনরূপে অমলেন্দু বিশ্বাসকে দেখে, শামসুর রাহমানের ৫০তম জন্মদিনে নির্মলেন্দু গুণের আমি কারও রক্ত চাইতে আসিনি, স্বাধীণতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, ভাস্কর চৌধুরীর আমার বন্ধু নিরঞ্জন এবং রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ। মিলন কান্তি বলেন, বিশ্বব্যাপী সহিংসতা ও সম্প্রতি রহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হিসেবেই সারাদেশে আমার এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন।
×