ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণে থাকছে না মূল্যস্ফীতি, বেড়ে ১০ শতাংশ ছুঁই ছুঁই

প্রকাশিত: ১৮:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

নিয়ন্ত্রণে থাকছে না মূল্যস্ফীতি, বেড়ে ১০ শতাংশ ছুঁই ছুঁই

মূল্যস্ফীতি। প্রতীকী ছবি।

চলতি বছরের সদ্য শেষ হওয়া আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। যেটি গত জুলাই মাসের চেয়ে মূল্যস্ফীতি  শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার বিষয়টি জানা যায়।

বিবিএসের তথ্য মতে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালের আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।  

আগস্টে সার্বিক খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। আর জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, চলতি বছরের জুলাইয়ে ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে ৯ দশমিক ৭৪ শতাংশ ও মে মাসে বেড়ে হয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত মে মাসে এ হার প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ ছিল।  

এম হাসান

×