
করদাতাদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে
করদাতাদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য করজাল আরও বাড়ানোর তাগিদ দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকার কাজ করছে। ভ্যাট দেওয়ার মাধ্যমে সর্বস্তরের মানুষ দেশের উন্নয়নে অংশ নিতে পারে। সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনতে চাই। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়েছে এনবিআর। বিষয়টি অটোমেশনের মাধ্যমে হওয়ায় ব্যবসায়ীরা আগ্রহী হবে।’
তিনি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে এ ধরনের কাজ সত্যিই প্রশংসনীয়। জেনেক্স ইনফোসিস লিমিটেডকে ধন্যবাদ। এ ধরনের কাজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাওয়ার পদক্ষেপ। ইএফডিএমএস ব্যবহারের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে এবং ব্যবহারে এগিয়ে আসবে। আমরা এনবিআরের ব্যবস্থাপনায় এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের সহায়তায় এই উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ভ্যাটের আওতা বেড়েছে। অনেক সময় ব্যবসায়ীরা জনগণের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দেন না। দিলেও দেরি করে দেন। এজন্যই অটোমেশনের প্রয়োজন। ইএফডিএমএস তথ্য নিরাপত্তার দায়িত্ব এনবিআরের। স্মার্ট বাংলাদেশের সব কার্যক্রম হবে পেপারলেস হবে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এই সিস্টেমকে বেসরকারি হাতে ছেড়ে দেয়া হয়েছে কারণ সারাদেশ থেকে ভ্যাট আদায় এনবিআরের পক্ষে সম্ভব না। সে পরিমাণ জনবলও নেই এনবিআরের। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো ভ্যাট আদায়ে ইএফডি মেশিন বসানোর কাজটি করবে জেনেক্স ইনফোসিসি লিমিটেড। পর্যায়ক্রমে এই ইএফডি মেশিন দেশের অন্যান্য অঞ্চলেও স্থাপন করা হবে। এইজন্য নতুন নতুন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে। এ সিস্টেমকে ফলপ্রসূ করে ক্রেতাদের সচেতন হওয়ার অনুরোধ জানান এনবিআর চেয়ারম্যান।
অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, এই সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ীরা যেন কোনো ধরনের হয়রানি শিকার না হয় তার নিশ্চয়তা দিতে হবে। তাই অটোমেশনের বিকল্প নেই। আশা করছি ইএফডিএমএস ব্যবসাবান্ধব হবে। অন্যদিকে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে শুধু সরকারের রাজস্বই বৃদ্ধি পাবে না বরং টেকসই অর্থনীতির পথেও দেশ এগিয়ে যাবে। ইএফডিএমএস ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং হিসাব শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে। ভ্যাট প্রদানে এবং রিটার্ন দাখিলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় যে জটিলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন তা এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনেকাংশে দূর হয়ে যাবে।
দেশে বর্তমানে মোট রাজস্বের প্রায় ৪০ শতাংশ আসে ভ্যাট থেকে। ডিপার্টমেন্টাল স্টোর, বিপণিবিতান, হোটেল-রেস্টুরেন্টসহ ২৫টি খাতে ইএফডিএমএস ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ২০২২ সালে ভ্যাট আদায়ে ইএফডিএমএস চালু করতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে চুক্তি করে এনবিআর। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বিনামূল্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানে ইএফডি মেশিন বসাবে। বিনিময়ে প্রতি ১০০ টাকা ভ্যাটে ৫২ পয়সা কমিশন হিসেবে পাবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে প্রতি বছরে ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডিএমএস মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।