ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ বিশেষ পুরস্কার পেল ‘স্নোটেক্স গ্রুপ’

প্রকাশিত: ১৮:৪০, ১৩ নভেম্বর ২০২২

‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ বিশেষ পুরস্কার পেল ‘স্নোটেক্স গ্রুপ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ

বিশ্বে বাণিজ্য প্রসারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’-এ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে দেশের অন্যতম তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’। 

পণ্য উন্নয়ন এবং শিল্প প্রকৌশলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্নোটেক্স গ্রুপ’-কে এই বিশেষ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারটি গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ এর আয়োজন করেছে বিজিএমইএ। 

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম সহ আরও অনেকে।
 

সম্পর্কিত বিষয়:

×