ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিংয়ের পরিচালকদের এ্যাকাউন্ট জিম্মি থাকবে

প্রকাশিত: ১১:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৯

পিপলস লিজিংয়ের পরিচালকদের এ্যাকাউন্ট জিম্মি থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পিপলস লিজিংয়ের (পিএলএফএস) প্রাক্তন পরিচালকদের ব্যাংক এ্যাকাউন্ট শিথিল ও বাজেয়াফত করার আদেশের বিপরীতে আপীল করেছিল কোম্পানি পরিচালক এম মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে হাইকোর্টের সেই রায় পুনর্বহালের আদেশ দিয়েছে সুপ্রীমকোর্ট। এর আগে হাইকোর্টের নির্দেশে ২০১৫ সাল পর্যন্ত কোম্পানিটির পরিচালনায় যারা ছিলেন তাদের ব্যাংক এ্যাকাউন্ট জিম্মি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ গঠন করা হয়। ব্যাংক এ্যাকাউন্ট বাজেয়াফত করার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিএলএফএসের প্রাক্তন পরিচালক এম মোয়াজ্জেম হোসেনের করা আপীলের আবেদন খারিজ করে দেন সুপ্রীম কোর্টের গঠিত বেঞ্চটি। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বলেন, শীর্ষ আদালতের আদেশ অনুযায়ী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) প্রাক্তন পরিচালকদের এ্যাকাউন্ট এবং সম্পত্তি শিথিল ও বাজেয়াফত থাকবে। এই বছর বাংলাদেশ ব্যাংকের একটি আবেদনের ভিত্তিতে ১৪ জুলাই হাইকোর্টে আদেশটি পাস করা হয়েছিল। এর আগে ২৭শে জুন, অর্থ মন্ত্রণালয় দেশের আর্থিক খাতে প্রথম অবস্থানে থাকা কোম্পানিগুলোর অবস্থার উন্নতিতে যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংককে এনবিএফআই বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, পিএলএফএসের সমস্যাগুলো গুরুতরভারে শুরু“ হয়েছিল ২০১৩-১৪ সালে। যখন কোম্পানির কয়েকজন পরিচালক জাল নথি জমা দিয়ে এক হাজার কোটি টাকারও বেশি অর্থ হাতিয়েছিল।
×