ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওপেকের সঙ্গে শীঘ্রই চুক্তি করবে রাশিয়া

প্রকাশিত: ১১:০৩, ১ জুলাই ২০১৯

 ওপেকের সঙ্গে শীঘ্রই চুক্তি  করবে রাশিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেল রফতানিকারকদের সংগঠন ওপেকের সাথে শীঘ্রই চুক্তি করবে রাশিয়া। জাপানের ওসাকাতে জি২০ সম্মেলনের সাইডলাইনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে ওপেকের পরিকল্পনা কার্যকরে সহায়তার আশ্বাস দেন তিনি। দুই পক্ষের বৈঠক শেষে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ জানান, চুক্তির মাধ্যমে জ্বালানি তেল উৎপাদন ও রফতানি নিয়ন্ত্রণের সময় ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাসে বর্ধিতকরণের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
×