ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এ্যাপসের মাধ্যমে শেয়ার কেনাবেচায় ১৫০ টাকা ফি

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ ডিসেম্বর ২০১৮

এ্যাপসের মাধ্যমে শেয়ার কেনাবেচায় ১৫০ টাকা ফি

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্মার্টফোন এ্যাপসের মাধ্যমে শেয়ার কেনাবেচায় গ্রাহকদের মাসিক ফি দিতে হবে ১৫০ টাকা। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এই ফি নির্ধারণ করে। ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি থেকে ডিএসই মোবাইল এ্যাপস ব্যবহারকারীদের জন্য এই ফি কার্যকর হবে। এর জন্য ট্রেকহোল্ডারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। গেলো ২০১৬ সালের ৯ মার্চ থেকে মোবাইল এ্যাপসের মাধ্যমে লেনদেনের সুযোগ দেয় ডিসএই। বর্তমানে এই এ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪০ হাজারের বেশি। ঢাকার বাইরে থেকে সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন বিভাগের মানুষ এই এ্যাপের সাহায্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনাবেচা করছেন।
×