ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শীতে মার্সেলের প্রায় অর্ধশত মডেলের হোম এ্যাপ্লায়েন্স

প্রকাশিত: ০৪:৩৭, ১৪ নভেম্বর ২০১৮

শীতে মার্সেলের প্রায় অর্ধশত মডেলের হোম এ্যাপ্লায়েন্স

আসছে শীত। শুরু হয়েছে তার প্রস্তুতিও। শীতে উষ্ণতা দেয়ার জন্য দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল বাজারে এনেছে বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের হোম এ্যাপ্লায়েন্সেস। মার্সেলের টার্গেট- শীতে দেশের হোম এ্যাপ্লায়েন্সেসের চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা। এই লক্ষ্যমাত্রা পূরণে প্রায় অর্ধশত মডেলের গৃহস্থালি পণ্য বাজারে ছেড়েছে মার্সেল। প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে নতুন নতুন মডেলের পণ্য। জানা গেছে, এবার শীত মৌসুমকে সামনে রেখে মার্সেল বাজারে ছেড়েছে ১৯ মডেলের রাইস কুকার, ৩ মডেলের মাইক্রোওয়েব ওভেন ও রুম হিটার, ৬ মডেলের প্রেসার কুকার, ৪ মডেলের ইলেকট্রিক কেটলি ও আয়রন বা ইস্ত্রি, ৮ মডেলের ব্লেন্ডার ও ১ মডেলের এনার্জি সাশ্রয়ী ইন্ডাকশন কুকার। এর মধ্যে নতুন এসেছে ১ মডেলের মাইক্রোওভেন ও ব্লেন্ডার। এসব পণ্যের পাশাপাশি আপকামিং এর তালিকায় রয়েছে ২ মডেলের ইলেকট্রিক কেটলি ও মাইক্রোওয়েব ওভেন, ১ মডেলের রুম হিটার ইত্যাদি। -অর্থনৈতিক রিপোর্টার মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। ইউনিলিভার বাংলাদেশ ও অনুদানপ্রাপ্ত পাঁচ উদ্যোক্তা ট্রান্সফর্ম, অংশীদারিত্বমূলক উদ্যোগ এবং পিরামিড কাঠামোর ভিত্তিতে বাংলাদেশের কার্যক্রমে মানুষের ওপর প্রভাব সম্পর্কে বলেছেন চলতি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে গাজীপুরের কালিয়কৈরে দুটি অনুষদ এবং একটি ইনস্টিটিউট চালু করে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।
×