ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:২৩, ১৪ অক্টোবর ২০১৮

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির লেনদেনে হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির ২৯ লাখ ১১ হাজার ২০০ শেয়ার ৩৯ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানির ১ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৫০৮টি শেয়ার ২৮ কোটি ৫৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৩৫ লাখ ৯৯ হাজার ৯৯৮টি শেয়ার ২৫ কোটি ৩৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। অন্যান্য কোম্পানির মধ্যে আরডি ফুডের ২১ লাখ টাকা, বিবিএস ক্যাবলের ৬৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২০ কোটি ১২ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্সের ৪ কোটি ৩ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ারের ৭ কোটি ৮৮ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৪৮ লাখ টাকা, ফাইন ফুডের ৯ লাখ টাকা, গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ডের ৮ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১ কোটি ৯৫ লাখ টাকা, নূরানী ডাইংয়ের ৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকা, মেঘনা সিমেন্টের ৫ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ৫ লাখ টাকা, ভিএফএস থ্রেডের ৩৬ লাখ টাকা, বিডি অটোকারসের ৪৯ লাখ টাকা, বিডি ফাইন্যান্সের ৩ কোটি ৪৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ১২ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
×