ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উন্নয়নের অগ্রযাত্রায় বেপজার অভূতপূর্ব সাফল্য

প্রকাশিত: ০৪:৫৯, ৪ অক্টোবর ২০১৮

উন্নয়নের অগ্রযাত্রায় বেপজার অভূতপূর্ব সাফল্য

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র আটটি ইপিজেড জানুয়ারি ২০০৯ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত সময়ে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। বেপজা গবর্নর বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিচালিত বেপজাধীন দেশের ইপিজেডসমূহে এই সময়ে বিনিয়োগ বেড়েছে তিনগুণের বেশি, রফতানি প্রায় চারগুণ, কর্মসংস্থান প্রায় আড়াই গুণ এবং শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ডিসেম্বর ২০০৮ পর্যন্ত বেপজাধীন ইপিজেডসমূহে মোট বিনিয়োগ ছিল ১৫০৯.১৪ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সরকারের সময়ে মোট বিনিয়োগ এসেছে ৩,২১৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার, এক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে তিনগুণ। ডিসেম্বর ২০০৮ পর্যন্ত ৮টি ইপিজেড থেকে রফতানির পরিমাণ ছিল ১৭,৫৯৮.২৪ মিলিয়ন মার্কিন ডলার। অথচ জানুয়ারি ২০০৯ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত বর্তমান সরকারের সময়ে ইপিজেডসমূহ থেকে রফতানি হয়েছে ৬০,২২১.৩০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য, অর্থাৎ রফতানি বেড়েছে চারগুণ। একই সময়ে ইপিজেডসমূহে কর্মসংস্থান আড়াই গুণ বৃদ্ধি পেয়ে নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ২,৯৮,২৭৮ জন বাংলাদেশী নাগরিকের। ডিসেম্বর ২০০৮ পর্যন্ত ইপিজেডসমূহে মোট কর্মসংস্থান হয়েছিল মাত্র ২,০৩,৪৪৭ জনের। ১৯৮৩ সালে দেশে ইপিজেডের যাত্রা শুরু থেকে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত ২৫ বছরে চালু হয়েছিল ২৭৯টি শিল্প অথচ বর্তমান সরকারের শুধু গত ৯ বছর ৮ মাস সময়েই ১৯৭টি নতুন শিল্প চালু হয়েছে। আগস্ট ২০১৮ পর্যন্ত ইপিজেডসমূহে মোট বিনিয়োগের পরিমাণ ৪,৭২৪.৯২ মিলিয়ন মার্কিন ডলার, রফতানি ৬৭,৮১৯.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, কর্মসংস্থান ৫,০১,৭২৫ এবং চালু শিল্প ৪৭৬টি। সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলে আন্তর্জাতিক উদ্যোক্তাদের কাছে দেশের ইপিজেডসমূহ এখন বিনিয়োগের সুবর্ণভূমি হিসেবে প্রশংসিত হচ্ছে। -বিজ্ঞপ্তি
×