ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র

প্রকাশিত: ০৪:১৪, ২৮ জুন ২০১৮

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘বাংলাদেশের পলিটিক্যাল ইকনোমি’ বিষয়ক এক সেমিনারে অংশ নেয় বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। বুধবার ভারতের নয়া দিল্লীতে সেমিনারটির আয়োজন করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জগদেশ কুমার সেমিনারে সভাপতিত্ব করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর দফতরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আবুল কালাম আজাদ, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ এবং এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার লক্ষ্যণীয় সাফল্য অর্জন করে চলেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রার সক্ষমতা অর্জন ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে। এবার বিদেশে রফতানি হচ্ছে ওয়ালটনের ফ্যান অর্থনৈতিক রিপোর্টার ॥ অত্যাধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ও রিচার্জেবল ফ্যান তৈরি করছে ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি এসব ফ্যানে ব্যবহৃত হচ্ছে উন্নতমানের কাঁচামাল। দৃষ্টিনন্দন ডিজাইন, সাশ্রয়ী মূল্য, বিদ্যুত সাশ্রয়ী এবং সহজলভ্য বিক্রয়োত্তর সেবার কারণে ক্রেতাপছন্দের শীর্ষে উঠে আসছে ওয়ালটন ফ্যান। আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ফ্যান রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্ববাজার সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন কর্তৃপক্ষ। জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনে গড়ে তোলা হয়েছে ফ্যান তৈরির আধুনিক কারখানা। যুক্ত হয়েছে জার্মানি, জাপান, তাইওয়ানের অত্যাধুনিক মেশিনারিজ ও প্রযুক্তি। রয়েছে ডিজাইন, মান নিয়ন্ত্রণ এবং পণ্য গবেষণা ও উন্নয়ন বিভাগ। উচ্চশিক্ষিত, মেধাবি ও দক্ষ প্রকৌশলী এবং টেকনিশিয়ানদের নিয়ে তৈরি করা হয়েছে একটি শক্তিশালী কর্মীবাহিনী।
×