ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

লাইফ ইন্স্যুরেন্সের প্রতিবেদন জমার সময় বাড়ল

প্রকাশিত: ০৬:৩২, ২২ মে ২০১৮

লাইফ ইন্স্যুরেন্সের প্রতিবেদন জমার সময় বাড়ল

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় দুই মাস বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। স্বাভাবিকভাবে এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বা ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে হয়। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুল ১২ (৩এ), ১৯৮৭ অনুযায়ী এই সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×