ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনজুর হোসেনকে পুনঃনিয়োগ

প্রকাশিত: ০৪:১৯, ২১ মার্চ ২০১৮

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনজুর হোসেনকে পুনঃনিয়োগ

রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনকে একই পদে আরও ৩ (তিন) বছরের জন্য পুনঃনিয়োগ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৮ মার্চ ২০১৮ তারিখের স্মারক নং-৫৩.০০.০০০০.৩১১.১১.০০৫.১৭-১৬৪ এবং বাংলাদেশ ব্যাংকের ১৫ মার্চ ২০১৮ তারিখের সূত্র নং-বিআরপিডি (আর-১) ৬১৫/২০১৮-১৯০০ মোতাবেক তাকে রূপালী ব্যাংকে একই পদে পুনঃনিয়োগ দেয়া হয়। তিনি ২ এপ্রিল ২০১৫ সালে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ পান। মনজুর হোসেন সিনিয়র সচিব ও সচিব হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে কর্মরত ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক এ্যাফেয়ার্স এ ফেলোশীপ করেন। তিনি অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশ ভ্রমণ করেন। -বিজ্ঞপ্তি
×