ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের আমদানি মূল্য কমলেও প্রভাব পড়েনি বাজারে

প্রকাশিত: ০৪:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৮

পেঁয়াজের আমদানি মূল্য কমলেও প্রভাব পড়েনি বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য কমলেও এর প্রভাব পড়েনি দেশীয় বাজারে;বরং সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এর কারণ হিসেবে ভারত পেঁয়াজের রফতানি মূল্য কমালেও ডলারের মূল্য বেড়ে যাওয়াকে দায়ী করছেন আমদানিকারকরা। দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও আমদানি করা পেঁয়াজের দাম কমেনি। গত সপ্তাহে হিলি বন্দরে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। আর এ সপ্তাহে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। আমদানি না বাড়লে আগামী মাসে দাম আরও বাড়বে বলে আশঙ্কা পাইকারি ব্যবসায়ীদের। পাইকারি ব্যবসায়ীরা জানান, ‘সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৮-১০ টাকা বেড়েছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।’
×