ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ছুটির দিনেও আখাউড়া স্থলবন্দরে ব্যাংক বুথ খোলা থাকবে

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৭

ছুটির দিনেও আখাউড়া স্থলবন্দরে ব্যাংক বুথ খোলা থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে ভ্রমণ কর জমা দেয়ার ‘জটিলতার’ অবসান হতে চলেছে। এখন থেকে সাপ্তাহিক ও সরকারী ছুটির দিনেও স্থলবন্দরের সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে। বাংলাদেশ সরকারী সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, ভ্রমণ কর দেয়ার বিষয়ে যাত্রীদের সুবিধার্থে একই সঙ্গে ব্যাংকের সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে। শীঘ্রই নতুন এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক ৩০ নবেম্বর স্বাক্ষরিত সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বরাবর লেখা চিঠিতে জানান, ‘শুধুমাত্র রাজস্ব আহরণের স্বার্থে সাপ্তাহিক ছুটি, সরকারী ছুটির দিনসহ অন্যান্য দিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকবে।’ পরবর্তীতে কেন্দ্রীয় সোনালী ব্যাংকের জিএম আবুল লায়েছ পাটোয়ারী গত ৪ ডিসেম্বর কুমিল্লার জেনারেল ম্যানেজারের কাছে লেখা এক চিঠিতে এ বিষয়ে অবগত করেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে অনুমতি পাওয়া গেছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই নতুন এ নিয়ম কার্যকর করা যাবে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে সব দেশের নাগরিকদের ৫০০ টাকা ভ্রমণ কর দিতে হয়। সোনালী ব্যাংকের নির্ধারিত রশিদের মাধ্যমে এ ভ্রমণ কর জমা দিয়ে এর একটি কপি কাস্টমসকে দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু শুধুমাত্র সরকারী সময়সূচী মেনে ব্যাংক খোলা থাকতো বলে এর আগে ও পরে আসা যাওয়া-আসাকারী যাত্রীরা বিপাকে পড়েন। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ভ্রমণ কর নেয়া বন্ধ করে দিলে আরও সমস্যা দেখা দেয়।
×