ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ড. ভাগ্য রানী বণিক বিএআরসির নতুন নির্বাহী চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:০১, ৫ সেপ্টেম্বর ২০১৭

ড. ভাগ্য রানী বণিক বিএআরসির নতুন নির্বাহী চেয়ারম্যান

কৃষিবিদ ড. ভাগ্য রানী বণিক গত ৩১ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান পদে যোগদান করেছেন। ড. বণিক ইতোপূর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএআরসি’র বিদায়ী নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ জালাল উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন। বিএআরসি’র প্রায় সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন নারী বিজ্ঞানী এ প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হলেন। ড. বণিক চাকরি জীবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও যোগাযোগ, তৈলবীজ গবেষণা কেন্দ্র ও মসলা গবেষণা কেন্দ্রের পরিচালক পদে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ধান, ভুট্টা, চীনা, কাউন, বার্লি ও মসলা জাতীয় ফলের উন্নত জাত ও উৎপাদন পদ্ধতি উদ্ভাবনের সক্রিয় অবদান রেখেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার গবেষণা নিবন্ধের সংখ্যা ৩৭টি। -বিজ্ঞপ্তি
×