ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল এ্যাপে লেনদেন

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ জুলাই ২০১৭

জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল এ্যাপে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের অন্যান্য স্টক একচেঞ্জের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রযুক্তি উন্নয়ন সাধন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এক বছর আগে মোবাইলের মাধ্যমে লেনদেন চালুর ব্যবস্থা করে। প্রথমে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা থাকলেও এক বছরের মধ্যে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে এই প্রক্রিয়ায় লেনদেন। এক বছরের মোবাইলে লেনদেনকারীর সংখ্যা বেড়েছে প্রায় সাতগুণ। বিনিয়োগকারীদের লেনদেন পদ্ধতি সহজ করার উদ্দেশ্য গত ২০১৬ সালের ৯ মার্চ দেশের প্রধান স্টক এক্সচেঞ্জে ডিএসইতে সংযোজন হয় মোবাইল এ্যাপ। সেই সময় শূন্য গ্রাহক নিয়ে এর যাত্রা শুরু হয়। ওই বছরের জুনেই তা ২ হাজার অতিক্রম করে। অক্টোবরে তা দ্বিগুণ হয়। ডিসেম্বরে মোবাইলে লেনদেনে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার। চলতি বছরের শুরুর দিকে এটি আরও জনপ্রিয় হয়ে উঠে। ফলে ২০১৭ এর প্রথম চার মাসে গ্রাহক সংখ্যা বাড়ে প্রায় ৭ হাজার। ডিএসই থেকে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ১১ জুলাই পর্যন্ত মোবাইল এ্যাপের মাধ্যমে লেনদেন করে এমন রেজিস্ট্রার্ড গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৪ জনে। শুধু ১১ জুলাইয়ে ডিএসইর মোবাইল এ্যাপসের মোট ১৯ হাজার ১২৪টি লেনদেনের আদেশ দেয়া হয়। এর মধ্যে ১৩ হাজার ২৯৯টি লেনদেন সম্পন্ন হয়। জানা যায়, এটি ব্যবহারের ফলে বিনিয়োযোগকারীরা বেশ উপকৃত হচ্ছেন। এর মাধ্যমে যে কোন আর্থিক তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাছাড়া দ্রুত ম্যানেজমেন্ট নোটিফিকেশন প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীরা পত্রকোষ সম্পাদন এবং যে কোন স্থান থেকে লেনদেনে অংশগ্রহণ করে তা সম্পন্ন করতে পারছেন। বিষয়টি নিয়ে আলাপ করলে সাধারণ বিনিয়োগকারীরা জানান, এটি ব্যবহার করে তারা বেশ উপকার পাচ্ছেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোন জায়গা থেকে নিজেই লেনদেন করা যায়। মোবাইল এ্যাপ চালু হওয়ার আগে অনেক পোর্টফোলিও দেখার জন্য বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে যেতে হতো। এখন যারা মোবাইল এ্যাপ ব্যবহার করছেন তারা যে কোন স্থান থেকেই নিজেদের পোর্টফোলিও দেখতে পারেন। এ প্রসঙ্গে আব্দুর রহিম নামের এক বিনিয়োগকারী বলেন, আগে যে কোন কাজের জন্যই হাউসে যাওয়ার দরকার হতো। লেনদেন করার জন্য ফোন করলেও অনেক সময় কাক্সিক্ষত ব্যক্তিকে পাওয়া সম্ভব হতো না। যে কারণে অনেক সময় কাক্সিক্ষত দরে শেয়ার কেনা বা বিক্রি করা যেত না। মোবাইল এ্যাপ চালু হওয়ার পর এখন আর সেই সমস্যা নেই। মোবাইল এ্যাপে লেনদেন করা ছাড়াও ডিএসই মোবাইল কর্নারে সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে। এছাড়া ডিএসই- মোবাইল ফেসবুক পেজের মাধ্যমে ব্যবহারকারীরা এটি সম্পর্কে অন্যান্য সকল তথ্য জানতে পারেন। এদিকে বিষয়টি নিয়ে আলাপ করলে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক বলেন, বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করেই আমরা মোবাইল এ্যাপ চালু করেছিলাম। ইতিমধ্যেই আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। আশা করছি খুব দ্রুতই এর এভাবে লেনদেনকারীর সংখা আরও বাড়বে। তিনি বলেন, এখন ডিজিটাল যুগ। পৃথিবীর সব দেশের পুঁজিবাজারই এখন ডিজিটাল। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের পিছিয়ে থাকার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না।
×