ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইনে অসম প্রতিযোগিতায় সম্মুখীন হবে সিরামিক শিল্প

প্রকাশিত: ০৩:৫৫, ১১ এপ্রিল ২০১৭

নতুন ভ্যাট আইনে  অসম প্রতিযোগিতায় সম্মুখীন হবে  সিরামিক শিল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ভ্যাট আইন কার্যকর হলে আমদানিকারকদের সঙ্গে অসম প্রতিযোগিতায় সম্মুখীন হবে দেশীয় সিরামিক শিল্প। এতে এ শিল্পখাতটি বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তাই শিল্পমালিকরা আইনটির সংশ্লিষ্ট ধারা সংশোধনের দাবি জানিয়েছেন। আগামী জুলাই থেকে নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হতে যাচ্ছে। সোমবার প্রাক বাজেট আলোচনা অংশ নিয়ে বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফেকচারার্স এ্যাসোসিয়েশনের নেতারা জানান, দেশে উৎপাদন পর্যায়ে সিরামিক টাইল্সের সম্পূরক শুল্ক বিদ্যমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হবে। অন্যদিকে আমদানি পর্যায়ে আমদানি পর্যায়ে বিদ্যমান ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ হবে। এর ফলে প্রতিযোগিতার মুখে পড়ে আমদানিকারকদের কাছে মার খাবে দেশীয় সিরামিক শিল্প।
×