ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শ্রম আইন লঙ্ঘন করেছে মবিল যমুনা বিডি

প্রকাশিত: ০৩:৩৭, ৯ জানুয়ারি ২০১৭

শ্রম আইন লঙ্ঘন করেছে মবিল যমুনা বিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ শ্রম আইন-২০১৩ লঙ্ঘন করেছে। কোম্পানিটির ১৮ মাসের আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আইন অনুযায়ী কোম্পানির মুনাফার ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে প্রতি বছর বিতরণ করতে হবে। কিন্তু কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে ডব্লিউপিপিএফ সম্পর্কে কোন তথ্য দেয়নি। আর্থিক প্রতিবেদনে ২০১৪ সালের সঙ্গে ২০১৫ সালের তথ্য দেখানো হয়েছে। এ বিষয়ে ম্যানেজমেন্ট আর্থিক বিবরণীর ২.১১-(৩)-এ একটি নোট দিয়েছে। মূল্যায়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ নিয়মে এ্যাকাউন্ট তৈরি করা হলে কোম্পানির গত ১৮ মাসে নিট মুনাফা ২৩ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৮৯৩ টাকা কমে যেত। নিরীক্ষক প্রতিষ্ঠানের মতে, কোম্পানির আর্থিক প্রতিবেদনে মোটামুটি বিষয়টি যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হয়েছে। এমজেএলবিডির ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানির পারফর্মেন্স ও নগদ প্রবাহ ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, কোম্পানি আইন ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলস মেনেই করা হয়েছে।
×