ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লোকসানের পরও সমতা লেদারের দর বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৪, ২ জানুয়ারি ২০১৭

লোকসানের পরও সমতা লেদারের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লোকসানে থাকার পরও কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সমতা লেদারের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি লোকসানের চিত্র তুলে ধরে। ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানায়, কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে কোন অপ্রকাশিত তথ্য নেই। দীর্ঘ সময়ের জন্য কোম্পানির ব্যবসার অবনতি হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ৬ লাখ টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৯ লাখ ৭৯ হাজার টাকা লোকসান করেছে। কোম্পানিটির অর্ধবার্ষিকীতে গত বছরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বিক্রি রাজস্ব ও অন্যান্য আয় কমেছে। আর কোম্পানিটি এই তথ্যগুলো বিএসইসি, ডিএসই ও সিএসইর মাধ্যমে যথাসময়ে বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি আরও জানায়, বিসিকের ট্যানারি শিল্প এলাকা সরানোর কারণে কোম্পানিটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে রবিবারে ডিএসইতে কোম্পানিটির মোট ৯৯ হাজার ৪১টি শেয়ার মোট ১১৪ বারে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া মোট টাকার পরিমাণ ৩৪ লাখ ২০ হাজার টাকা। দিনটিতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা।
×