ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার এ্যান্ডি হ্যালফোর্ড ঢাকায়

প্রকাশিত: ০৪:২৮, ৭ অক্টোবর ২০১৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার এ্যান্ডি হ্যালফোর্ড ঢাকায়

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার এ্যান্ডি হ্যালফোর্ড গত ৫ অক্টোবর বাংলাদেশে তার প্রথম অফিসিয়াল সফরে ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দিনের ঢাকা সফরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর, ব্যাংকের ক্লায়েন্ট, বুদ্ধিজীবী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারকদের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া তিনি চট্টগ্রামে পিয়ার এডুকেটরদের সঙ্গে একটি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করেন। এরা ব্যাংকের মাধ্যমে চট্টগ্রামের ২০টি স্কুলে ‘যুবদের জন্য আর্থিক শিক্ষা’ শীর্ষক একটি কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। -বিজ্ঞপ্তি শুরু হলো রবির ক্রিকেট ক্যাম্পেইন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের জন্য সম্প্রতি এসএমএস, ওয়াপ (ডব্লিওএপি) এবং আইভিআরভিত্তিক একটি ক্রিকেট ক্যাম্পেইন চালু করেছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ২৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত। প্রতিদিন এসএমএস, ওয়াপ এবং আইভিআর থেকে দুজন করে মোট ছয়জন বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ী হতে অংশগ্রহণকারীদের প্রতিদিন এসএমএস ও ওয়াপের জন্য মোট ১০০ পয়েন্ট এবং আইভিআরের জন্য ৩০০ পয়েন্ট পেতে হবে। প্রতিদিনের বিজয়ীরা দেশে অনুষ্ঠিত বাংলাদেশের পরবর্তী একদিনের আন্তর্জাতিক ম্যাচের একটি করে টিকেট পাবেন। সব মিলিয়ে প্রতিদিন মোট ২০ জন বিজয়ী আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ক্যাম্পেইন থেকে দুজনকে শ্রেষ্ঠ বিজয়ী ঘোষণা করা হবে। -বিজ্ঞপ্তি বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে চলতি বছরের জন্য ৩ দশমিক ১ এবং ২০১৭ সালের জন্য ৩ দশমিক ৪ শতাংশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে ব্রিটেনেরও। আপাতত জ্বালানির দরপতনসহ বিশ্ববাজারে অস্থিরতার কারণে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সব দেশকে সতর্ক করেছে ঋণদাতা সংস্থাটি। নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরিতে ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে সব দেশের সরকারকে একযোগে কাজ করার আহ্বান সংস্থাটির। বছরজুড়ে জ্বালানির দরপতনে অস্থির বিশ্ববাজার। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের ওপর। অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে চাহিদা কমায় উৎপাদন কার্যক্রম কমেছে যুক্তরাষ্ট্র ও চীনসহ অনেক দেশের। শেষ প্রান্তিকে এসেও স্থিতিশীলতা আসেনি বিশ্ব অর্থনীতিতে। এ কারণে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়ে আনল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। -অর্থনৈতিক রিপোর্টার
×