ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ই-কমার্স সাইট থেকে কেনাকাটা নিরাপদ

প্রকাশিত: ০৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ই-কমার্স সাইট থেকে কেনাকাটা নিরাপদ

স্টাফ রিপোর্টার ॥ বেসিস সদস্যভুক্ত যে কোন দেশের ভাল মানের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা বাংলাদেশে সম্পূর্ণরূপে নিরাপদ। কেনাকাটার সব ট্রানজেকশন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পরিচালিত হওয়ায় ই-কমার্স সাইটে কার্ডের কোন তথ্য সংরক্ষিত থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ডটকম ফেস্ট’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান বলেন, বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালু, ভ্যাট প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স মওকুফসহ বিভিন্ন ধরনের পলিসি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
×