ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ

প্রকাশিত: ০৪:৩১, ১৯ আগস্ট ২০১৫

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিকভাবে প্রায় সাত দিন পতনের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। গত কয়েক দিনে টানা পতনের কারণে অধিকাংশ কোম্পানির দর কমে যাওয়ার কারণে মঙ্গলবারে বিনিয়োগকারীরা শেয়ারের ক্রয়াদেশ বাড়িয়েছেন। ফলে আগের দিনের তুলনায় বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে আগের দিনের তুলনায় সেখানে শেয়ারের বিক্রেতা কম ছিল। ফলে লেনদেনে কিছুটা ভাটা দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার প্রধান বাজার ডিএসইতে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮১ কোটি ৯০ লাখ টাকা বা ১৩ দশমিক ৪২ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। সকালে সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফার কেমিক্যাল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং গ্রামীণফোন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স ট্যানারি, এ্যাপেক্স ফুডস, এটলাস বাংলাদেশ, নদার্ন জুটস, প্রাইম টেক্স, এএমসিএল (প্রাণ), পিপলস লিজিং, ফার কেমিক্যাল, জাহিন টেক্স ও সোনালী আঁশ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলারস, ৫ম আইসিবি, কোহিনূর কেমিক্যাল ও আলহাজ টেক্সটাইল। মঙ্গলবারে ঢাকার মতো অপর বাজারের সব ধরনের সূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৯ পয়েন্টে। সেখানে সূচকের বৃদ্ধি দিয়েই লেনদেন শুরু হয়েছিল। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, দর কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফার কেমিক্যাল, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন ও বেক্সিমকো।
×