ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্যাঙের জাদুঘর

প্রকাশিত: ০৪:০৭, ৫ আগস্ট ২০১৬

ব্যাঙের জাদুঘর

নাম ফ্রগি ল্যান্ড বা ব্যাঙের দেশ। ক্রোয়েশিয়ার এই জাদুঘরে শুধু ব্যাঙরাই স্থান পেয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে ফ্রগি ল্যান্ড। প্রায় ৫০০টি মৃত ব্যাঙকে নিয়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। বিশেষ ধরনের মেডিসিন দিয়ে বিশেষ প্রক্রিয়ায় ব্যাঙগুলোকে মমি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের আকারও দেয়া হয়েছে নানরকম। ১৯ শতকের দিকে ব্রিটেনে টেক্সিডার্মি অনেক জনপ্রিয় ছিল। যারা পশুপাখির চামড়া সংরক্ষণ করত তাদেরই মূলত টেক্সিডর্মিস্ট বলা হয়। হাঙ্গেরির একজন টেক্সিডর্মিস্টের নাম ফ্র্যাঙ্ক মেরি। তিনি একজন ব্যাঙ পাগল মানুষ ছিলেন। ১৯১০ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের জীবজন্তুর চামড়া তিনি বিশেষ উপায়ে সংরক্ষণ করেছেন। সেই পশু-পাখির চামড়া অক্ষত অবস্থায় ছড়ানোর পর সংরক্ষণ করার কাজ বেশ দুরূহ ছিল। ফ্রগি ল্যান্ডের পরিচালক ইভান মেডভেসেক বলেন, ‘পশু-পাখির দেহ অক্ষত রেখে সংরক্ষণ করা খুব কঠিন কাজ ছিল। এই যুগে এসেও তা সহজ হয়নি। ছোট জীবজন্তুর ক্ষেত্রে এই কাজ করা খুব কঠিন।’ জাদুঘরের ভেতরে প্রবেশ পর ব্যাঙদের যে জীবনযাপন আপনি দেখতে পাবেন তা দেখে আপনার মনে হবে যেন মানুষের জীবনযাপন। এই ব্যাঙগুলোর মধ্যে কাউকে দেখা যাবে টেনিস খেলছে, কেউ পড়াশোনা করছে, কেউ বা সাঁতার কাটছে, আবার কেউ পছন্দের মানুষটিকে প্রেম নিবেদনও করছে। সাত-সতেরো প্রতিবেদক
×