ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে সতর্ক ম্যাথুস

প্রকাশিত: ২২:০১, ৯ মে ২০২২

বাংলাদেশ সফরে সতর্ক ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ টাইগার ক্রিকেটে বছরের শুরুটা হয়েছিল চমক দেখিয়ে। পরাক্রমশালী নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছিল মুমিনুল হকের দল। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকা সফরে ফিরে আসে সাদা পোশাকের সেই চিরায়ত দৈন্য। তবে ঘরের মাটিতে বাংলাদেশকে হাল্কাভাবে নেয়ার মতো ভুল করতে চান না অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস। দুই টেস্টের সিরিজ খেলতে রবিবারই ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা। কলম্বোয় গত কয়েক দিন নতুন কোচ ক্রিস সিলভারউডের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলন করেছে দিমুথ করুনারতেœর দল। সংবাদ মাধ্যমকে সাবেক লঙ্কান অধিনায়ক ম্যাথুস এই সতর্কতার কথা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশ সফরে টাইগারদের হাল্কাভাবে নেয়ার মতো বোকা নন তারা। ‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হাল্কাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন। সেখানে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম করতে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করব।’ বলেন তিনি। বিদেশে বাংলাদেশ সেভাবে ভালো করতে না পারলেও ঘরের মাঠে বরাবরই ভালো দল বাংলাদেশ। এখানে টাইগারদের হারাতে পরিকল্পনার সেরাটা দিতে হবে বলে মনে করেন ম্যাথুস। তিনি বলেন, ‘বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের চার ইনিংসের দুটিতেই ৫৩ ও ৮০ রানে অল আউট হয়েছিল মুমিনুলের দল। তাই বলে নিজ আঙিনায় বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিতে রাজি নন ম্যাথুস।
×