ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নেইমার-এমবাপের হ্যাটট্রিক, অ্যাসিস্টের হ্যাটট্রিক মেসির

প্রকাশিত: ১৩:৫৫, ১০ এপ্রিল ২০২২

নেইমার-এমবাপের হ্যাটট্রিক, অ্যাসিস্টের হ্যাটট্রিক মেসির

অনলাইন ডেস্ক ॥ সময়ের অন্যতম খেলোয়ার মেসি-নেইমার-এমবাপে প্যারিস সেইন্ট জার্মেইতে(পিএসজি) একসাথে খেললেও আশানুরুপ ফল পাচ্ছিল না ক্লাবটি। অবশেষ একসঙ্গে জ্বলে উঠছেন এ তিন তারকা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গোলের হ্যাটট্রিক করেছেন নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। তাদের দিয়ে গোল করিয়ে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এ তিনজনের উজ্জ্বল পারফরম্যান্সের দিন ক্লারমন্ত ফুটকে ৬-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। এর আগে নিজেদের সবশেষ ম্যাচে লরিয়েন্তকে ৫-১ গোলে হারিয়েছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি। সেদিন জোড়া গোল করেছিলেন এমবাপে ও নেইমার। অন্য গোল এসেছিল মেসির পা থেকে। ঠিক পরের ম্যাচেও দলকে বড় জয় এনে দিলেন এ তিন তারকা। মেসির পাস থেকে নেইমারের গোলে রাতের শুরুটা হয় পিএসজির। এর কিছু পরে মেসির পাস ছুটে যায় এমবাপের কাছে, ফরাসি তারকাও সেটা গোলে রূপ দিতে ভুল করেননি। বিরতির একটু আগে গোল একটা হজম করে বসে দলটি, ফলে প্রথমার্ধটা এক গোলে এগিয়ে থেকেই পার করে দেয় ফরাসি দলটি। তবে দলটির আক্রমণের ধার বহুগুণে বাড়ে দ্বিতীয়ার্ধে। ৭১ মিনিটে নেইমারের পেনাল্টি দিয়ে শুরু। এর কয়েক সেকেন্ড পরই এমবাপের দ্বিতীয় গোল, যার যোগান ছিল নেইমারের। মেসির অ্যাসিস্টে এমবাপে তার হ্যাটট্রিক পূরণ করেন ৮০ মিনিটে। ৮৩ মিনিটে এমবাপের বাড়ানো বলে নেইমার করেন তার তৃতীয় গোল। ৬-১ ব্যবধানে জেতা নিশ্চিত হয় কোচ মরিসিও পচেত্তিনোর দলের। এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল পিএসজি। বর্তমানে দলটির অর্জন ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট। লিগ ওয়ানের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রেনে ও মার্শেই দুই দলই ৫৬ পয়েন্ট অর্জন করেছে। ২০১৯ সালের জানুয়ারির পর এবারই প্রথম লিগ ওয়ানের একই ম্যাচে হ্যাটট্রিক করলেন একই দলের দুই খেলোয়াড়। এছাড়া লিগ ওয়ানের একই মৌসুমে দুইবার অ্যাসিস্টের হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন মেসি। সবমিলিয়ে ক্যারিয়ারে ছয়বার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন তিনি।
×