ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

সুপ্রিম কোর্টের বিচারক আইনের অনুমোদন

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ মার্চ ২০২২

সুপ্রিম কোর্টের বিচারক আইনের অনুমোদন

অনলাইন ডেস্ক ॥ মন্ত্রিসভা সুপ্রিম কোর্টের বিচারক আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আজ সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ আইনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরাপত্তার প্রস্তাব গৃহীত হয়নি। খসড়া আইনে বলা হয়েছে, এটিকে আইনে অন্তর্ভুক্ত না করে সরকার প্রয়োজনে নিরাপত্তা দেবে বলে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। খসড়া আইনে আরও বলা হয়, এর ফলে অনলাইনে বিচার ও শুনানির ক্ষেত্রে সুবিধা বাড়বে। ডিজিটাল সাক্ষ্য গ্রহণ করা হবে। ভুল বা মিথ্যা তথ্য দিলে এটা ফরেনসিক করা হবে। তাতে ধরা পড়ে যাবে এবং শাস্তির মুখোমুখি হবে।
×